TRENDING:

টোটোর পর এবার অটো! নতুন নিয়ম জেলায়! না মানলেই এবার বড় শাস্তি

Last Updated:
Auto- টোটোর পর এবার অটো গাড়িকে কেন্দ্র করেও শুরু হল একাধিক বিশেষ নিয়ম। এই নিয়মগুলি শুরু হওয়ার ফলে বেশ অনেকটাই সুবিধা হবে অটল চলাচল করা যাত্রীদের এবং পথচারীদের। 
advertisement
1/5
টোটোর পর এবার অটো! নতুন নিয়ম জেলায়! না মানলেই এবার বড় শাস্তি
কোচবিহারে ইতিমধ্যেই একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছিল টোটো গাড়িকে কেন্দ্র করে। এই সমস্ত নিয়মের কারণে বেশ অনেকটাই সুবিধা হয়েছে সাধারণ মানুষের।এবার অটো গাড়িকে কেন্দ্র করেও শুরু হল একাধিক বিশেষ নিয়ম। এই নিয়মগুলি শুরু হওয়ার ফলে বেশ অনেকটাই সুবিধা হবে অটল চলাচল করা যাত্রীদের এবং পথচারীদের। এছাড়াও যানজট অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা।
advertisement
2/5
কোচবিহারের দুই অটোচালক হারাধন দে এবং মুকুল হক জানান, "দীর্ঘ সময় ধরে তাঁরা অটো চালিয়ে সংসার চালান। অটোই একমাত্র ভরসা তাঁদের উপার্জনের। তবে বর্তমানে এই নতুন নিয়ম শুরু করার ফলে বেশ অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। তাদের ভাড়ার সংখ্যা অনেকটাই কমেছে। এছাড়া প্যাসেঞ্জারও পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না তাঁরা। তবে রোড সেফটির নিয়ম অনুযায়ী এই নিয়ম বেশ ভাল। এতে সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো যাবে বলে মনে করছেন তাঁরাও। তবে মুনাফা কমে যাওয়ায় বেশ কিছুটা চিন্তায় পড়েছেন অটো চালকেরা।"
advertisement
3/5
অটো গাড়ির এক প্যাসেঞ্জার প্রাণকৃষ্ণ পাল জানান, দীর্ঘ সময় ধরে তিনি অটো দিয়েই চলাচল করেন। তবে অটো যে নিয়মগুলি ছিল তার রদবদল প্রয়োজন ছিল। বর্তমানে আনা নতুন নিয়ম বেশ অনেকটাই সুবিধা করে দেবে সাধারণ মানুষকে। তবে এই নিয়মের কারনে অটোর প্যাসেঞ্জার কমার কোনও কারণ নেই।
advertisement
4/5
অনিয়ন্ত্রিত যান চলাচল এবং বিপদজনকভাবে প্যাসেঞ্জার বহন বর্তমান সময়ের এই নিয়মের কারণে বন্ধ হবে। এতে উপকৃত হবেন সাধারণ মানুষ। নির্দেশে রুটের পারমিট ছাড়া যেকোনো রাস্তায় চলাচল করা যাবে না এই নিয়মটি ও সকলের জন্য ভাল বলে মত অনেকের।
advertisement
5/5
বর্তমান সময়ে জেলা কোচবিহারের অটো চালকেরা কিছুটা হলেও অসন্তুষ্ট এই সমস্ত নতুন নিয়মের কারণে। তবেই নতুন নিয়ম গুলির কারণে বর্তমানের রাস্তায় যানজটের পরিমাণ কমেছে অনেকটাই। ভবিষ্যতে আরও সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এই নিয়ম মেনে চলার ফলে। ইতিমধ্যেই এই নতুন নিয়ম গুলির প্রশংসা করেছেন বহু সাধারণ মানুষ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
টোটোর পর এবার অটো! নতুন নিয়ম জেলায়! না মানলেই এবার বড় শাস্তি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল