TRENDING:

আধঘণ্টার ঝড়বৃষ্টিতে তথনছ! আবহাওয়ার ফেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ এই জেলা! গাছ পড়ে প্রাণ গেল এক মহিলার

Last Updated:
Rain: শনিবার বিকেলে হঠাৎ কালো মেঘে ঢাকল আকাশ। এরপরেই শুরু হল প্রচন্ড হাওয়া। ভেঙে পড়ল একের পর এক গাছ। ঝড় ও বৃষ্টি চলল জেলায় প্রায় আধঘন্টা। বিদ্যুৎ বিচ্ছিন্ন কিছু এলাকা। প্রাণ গিয়েছে এক মহিলা।
advertisement
1/5
ঝড় বৃষ্টিতে তথনছ! আবহাওয়ার ফেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ এই জেলা! গাছ পড়ে প্রাণ গেল এক মহিলার
বিকেলে হঠাৎ করেই কালো হয়ে এলো আকাশ। মুহূর্তের মধ্যে ঝড়ো হাওয়া তোলপাড় করে দিল সমগ্র আলিপুরদুয়ার জেলা। ঝড়ের পাশাপাশি বৃষ্টি, ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলা।
advertisement
2/5
প্রায় আধ ঘন্টা ধরে চলে ঝড়ো হাওয়া। যার কারনে জেলার বিভিন্ন এলাকায় অনেক গাছ ভেঙে পড়ে। বহু মানুষের বাড়ির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তা। ঘটেছে প্রাণহানির ঘটনা।
advertisement
3/5
ঝড় শুরু হওয়ার পর গাড়িতেই ছিলেন কামাখ্যাগুড়ির চারজন বাসিন্দা। কামাখ্যাগুড়ি কলেজের সামনে ছিল তাদের গাড়িটি। হঠাৎই কলেজের একটি পুরনো গাছ গাড়িটির ওপর পড়ে যায়। গুরুতর আহত হন চারজন। হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়।
advertisement
4/5
কামাখ্যাগুড়ি এলাকায় আর এরকম কোনও ঘটনা হয়েছে কী না,তা দেখছে দমকল এবং পুলিশ কর্মীরা। জানা গিয়েছে কামাখ্যাগুড়ি হাসপাতাল থেকে গুরুতর আহত বাকি তিন জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিস্থিতি আশঙ্কাজনক।
advertisement
5/5
অন্যদিকে মাদারিহাটে ঝড়ের কারণে গাছ ভেঙে জলদাপাড়া রাস্তায় পড়ে রয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বর্তমানে বিদ্যুৎহীন গোটা এলাকা। একটি বেসরকারি লজে ক্ষতি হয়েছে বলে জানা যায়।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
আধঘণ্টার ঝড়বৃষ্টিতে তথনছ! আবহাওয়ার ফেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ এই জেলা! গাছ পড়ে প্রাণ গেল এক মহিলার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল