Bengal Weather Forecast: আরও পারদপতন! ঠান্ডায় কাঁপছে বাংলার জেলা, হাড়হিম শীত কি গোটা মাসই? জানা গেল আবহাওয়ার বড় খবর
- Reported by:HARASHIT SINGHA
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Bengal Weather Forecast: জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত এবার জাঁকিয়ে শীত, সঙ্গে কুয়াশার দাপট থাকবে। এমনটাই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে ধীরে ধীরে তাপমাত্রা পারদ বাড়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে কমবে ঠান্ডা।
advertisement
1/6

আরও শীতল হচ্ছে গৌড়বঙ্গের আবহাওয়া। প্রজাতন্ত্র দিবসের আগে হাড়হিম করার ঠান্ডায় কাঁপছে তিন জেলা। আগামী দুই দিন ঘন কুয়াশায় ঢাকা থাকবে মালদহ-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশ। তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে নেমে গেল।
advertisement
2/6
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ ও ২৬ জানুয়ারি মালদহ জেলার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তুলনায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার তাপমাত্রা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে তিন জেলায় শৈত্যপ্রবাহ চলবে।
advertisement
3/6
গৌড়বঙ্গে ক্রমশ আরও জাঁকিয়ে বসছে শীতের দাপট। বৃহস্পতিবার দিনভর সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় ঘেরা চারদিক। ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনেও মালদহ জেলায় ব্যাপক কুয়াশার দাপট চলবে।
advertisement
4/6
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দুই দিন ঘন কুয়াশা থাকলেও শনিবার থেকে জেলার তাপমাত্রা কিছুটা বাড়বে। সঙ্গে কমবে কুয়াশার দাপট। সকালের দিকে কুয়াশা থাকলেও দিনে ঝলমলে রোদ উঠতে পারে।
advertisement
5/6
চলতি মরশুমে গোটা রাজ্যের সঙ্গে গৌড়বঙ্গেও জাঁকিয়ে শীতের দাপট এখনও অব্যাহত। সাধারণ মানুষ এই শীতের আমেজ নিচ্ছেন। তবে তাপমাত্রার পারদ ক্রমশ কমতে থাকায় জবুথবু অবস্থা সাধারণ মানুষের।
advertisement
6/6
জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত এবার জাঁকিয়ে শীত, সঙ্গে কুয়াশার দাপট থাকবে। এমনটাই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।ফেব্রুয়ারি মাস থেকে ধীরে ধীরে তাপমাত্রা পারদ বাড়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে কমবে ঠান্ডা।