এক অনন্য চিত্র! ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি ৫০ মিটার দীর্ঘ তেরঙ্গা পতাকা পরিক্রমা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
দেশপ্রেম জাগাতে সকল ছাত্র ছাত্রীদের হাতে তৈরি জাতীয় পতাকা। অল্প বয়স থেকেই শিশু মনে দেশপ্রেম থাকা প্রয়োজন। তা দেশ ও দশের কল্যাণ। সেইদিক গুরুত্ব রেখেই ৭৯তম স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ।
advertisement
1/6

মুখে মুখে ধ্বনিত হচ্ছে “জয় হিন্দ”, “বন্দেমাতারম”। একসঙ্গে পা ফেলে শহরের পথে এগিয়ে চলেছে শত শত ক্ষুদে শিক্ষার্থী, হাতে দেশের জাতীয় পতাকা, চোখে দেশপ্রেমের দীপ্তি। স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তিতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দেখা গেল এক অভিনব দৃশ্য।সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
বালুরঘাটের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিন ভিউ ইংলিশ একাডেমি এবারের স্বাধীনতা দিবসকে পাল্টে দিল অভিনবত্বের ছোঁয়ায়।সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে নিজ হাতে তৈরি করা ৫০ মিটার দীর্ঘ তেরঙ্গা পতাকা নিয়ে তাঁরা প্রদক্ষিণ করল গোটা শহর জুড়ে। শহরবাসীর সামনে দেশাত্মবোধের এক অনন্য চিত্র ফুঁটে উঠল এই পথযাত্রায়।সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
এদিন বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকলি চক্রবর্তী। উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও অভিভাবকরা। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গেই বেজে ওঠে “জন গণ মন”, গলা মেলায় সকলেই। এরপরই শুরু হয় রঙিন তেরঙ্গা হাতে দেশাত্মবোধক স্লোগান দিতে দিতে শহর পরিক্রমা।সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
শোভাযাত্রার অগ্রভাগে ভারত মাতার বেশে এক ছাত্রী, তাঁর পিছু পিছু সারি বেঁধে এগিয়ে চলেছে সহপাঠীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বছর নাচ, গান বা আবৃত্তি নয়; বরং হাতে কলমে দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে স্কুল তরফে।সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
শহরবাসীর মধ্যেও স্কুল তরফে এই অভিনব উদযাপন তৈরি করেছে এক বিশেষ সাড়া। দেশপ্রেমে ভরপুর এই স্বাধীনতা দিবস উপলক্ষে এমন এক উদ্যোগ যা বহুকাল মানুষের মনে থেকে যাবে।