ময়ূরপঙ্খী সোনার ঝুড়ি থিমে সেজেছে এই ক্লাব! বাঁশের সূক্ষ্ম নকশায় ফুটে উঠেছে হারিয়ে যাওয়া ঝুড়ি-শিল্প
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
এবার শারদৎসবে দর্শনার্থীদের বিরাট চমক লাগাচ্ছে গঙ্গারামপুর ইয়ুথ ক্লাব। ৫৪ তম বর্ষে তাদের থিম ‘ময়ূরপঙ্খী সোনার ঝুড়ি’। মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীরা দেখছেন এক অপার্থিব অনুভূতি।
advertisement
1/6

গঙ্গারামপুর চৌপথি থেকে থানা রোডে পা রাখতেই চোখে পড়ছে চন্দননগরের দৃষ্টিনন্দন আলোকসজ্জা। আটটি সুবিশাল আলোকদ্বার যেন সুড়ঙ্গ তৈরি করে দর্শনার্থীদের টেনে নিয়ে যাচ্ছে ইয়ুথ ক্লাবের পুজো মণ্ডপে।সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
মণ্ডপের দরজায় রয়েছে সুবিশাল ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে। সেই পেখমের মধ্য দিয়েই মণ্ডপে প্রবেশ করতে হচ্ছে ভিতর মহলে। মণ্ডপের বাইরের বাঁশের সূক্ষ্ম নকশায় ফুটে উঠেছে হারিয়ে যাওয়া ঝুড়ি-শিল্প।সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
মণ্ডপের ভিতরে ঢুকলেই চোখে পড়ছে সম্পূর্ণ বাঁশের তৈরি দেবদেবীর সুন্দর কারুকার্য। পরিবেশবান্ধব শিল্পকর্ম মন জয় করছে দর্শনার্থীদের। এবারে এই পুজোর বাজেট প্রায় ২২ লক্ষ টাকা।সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
ক্লাবের সদস্য বিপ্লব সেন জানান, "আমাদের পুজোর আলাদা নামডাক রয়েছে। সেই ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই। এবারের ‘ময়ূরপঙ্খী সোনার ঝুড়ি’ থিম সম্পূর্ণ বাঁশের কাজের অনবদ্য শিল্প।"সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
তবে দেবীদুর্গার রূপ হবে একেবারেই আলাদা-বিশ্বরূপে দেবী। শিল্পী ও উদ্যোক্তাদের কল্পনাশক্তি মিলিয়ে মা দুর্গা সেজে উঠবেন অনন্য শোভায়। প্রতিমায় থাকছে সাবেকিআনার সাজ।সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
মণ্ডপে না এলে বোঝানো যাবে না। প্রতিমা ও আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। প্রচুর লোকজনের জনসমাগম হয় ইয়ুথ ক্লাবের এই পুজোকে ঘিরে। এই বছর সেই ধারা বজায় থাকবে বলে জানা গেছে।সুস্মিতা গোস্বামী