Jalpaiguri News:ফুঁসছে তিস্তা...! বর্ষার শুরুতেই ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা! জারি হলুদ সতর্কতা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: চলছে তিস্তা ব্যারেজ সংস্কার, ব্যহত যান চলাচল। তিস্তা ব্যারেজ রক্ষায় চলছে তৎপরতা। চলছে সংস্কারকাজ, বন্ধ ভারী যানবাহনের যাতায়াত।
advertisement
1/5

তিস্তা ও জলঢাকা নদীর জলে বাড়ছে। মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত হলুদ সঙ্কেত জারি অসুরক্ষিত এলাকায়।
advertisement
2/5
তিস্তা নদীতে বারবার জল ছাড়ায় কপালে ভাঁজ পড়েছে বাসিন্দাদের একাংশের। গত ২৪ ঘণ্টায় একাধিকবার তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল। সকাল ৮টায় ৯৫৬.৪৪ কিউসেক জল ছাড়ার পর শুরু হয়েছে নতুন করে আশঙ্কা। নদীপাড়ের গ্রামগুলোয় সতর্কতা।
advertisement
3/5
সিকিমে ভারী বৃষ্টি হলে তিস্তার রূপ হতে পারে আরও বিপজ্জনক। শঙ্কার মেঘ উত্তরবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত। সিকিমে ভারী বর্ষণ ঘটলে তিস্তা নদীর জলস্ফীতির আশঙ্কা। নজরে রেখেছে সেচ দফতর।
advertisement
4/5
ধস ও বর্ষার জোড়া ধাক্কা, তিস্তায় জারি বিশেষ নজরদারি। বর্ষার শুরুতেই ধসের ঘটনা ও প্রবল বৃষ্টির জেরে নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা। তিস্তা ও জলঢাকা—দুই নদীতেই সজাগ প্রশাসন, চলছে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ।
advertisement
5/5
সংরক্ষণে চলছে তিস্তা ব্যারেজ সংস্কার, ব্যহত যান চলাচল। তিস্তা ব্যারেজ রক্ষায় চলছে তৎপরতা। চলছে সংস্কারকাজ, বন্ধ ভারী যানবাহনের যাতায়াত।