Sikkim Teesta News: ফুঁসছে তিস্তা, উত্তরবঙ্গ ও সিকিমে শুরু বন্যা নিয়ন্ত্রণের প্রস্তুতি
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
ভুটান এবং উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বরের ওপর অবস্থিত গেরগেন্ডা সেতুর মুখের অংশটি জলের তোরে ধসে যাওয়ায় শনিবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।
advertisement
1/8

চোখ রাঙাচ্ছে তিস্তা। অবিরাম বৃষ্টির কারণে সিকিমের বিভিন্ন এলাকার রাস্তায় নেমেছে ধস। বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্থান গুলি পৌঁছানোর রাস্তা গুলি বন্ধ করছে প্রশাসন। পর্যটকদের না যাওয়ার নির্দেশ দিচ্ছে সিকিম প্রশাসন।সিকিমে প্রবল বৃষ্টিপাতের মধ্যে তিস্তা নদীর স্রোতে ভেসে গেল সঙ্কলং সেতু
advertisement
2/8
এছাড়াও ভুটান এবং উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বরের ওপর অবস্থিত গেরগেন্ডা সেতুর মুখের অংশটি জলের তোরে ধসে যাওয়ায় শনিবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল, বিকল্প পথ দিয়ে রবিবার ভুটান এবং উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ।
advertisement
3/8
রবিবার জলপাইগুড়ি সেচ দফতরের অধীনে জলপাইগুড়ি সেচ ভবনে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেছে আলিপুরদুয়ার, কোচবিহার,শিলিগুড়ি,জলপাইগুড়ি সহ মোট ১০ টি স্থানের বৃষ্টিপাত রেকর্ড করা সহ তিস্তা,কালজানী, জলঢাকা ,মতো পাহাড়ী নদীর জলস্তর ২৪ ঘণ্টা পরিমাপের কাজ।
advertisement
4/8
অপরদিকে গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়ি সহ অন্যান্য স্থানের বৃষ্টিপাতের ফলাফল থেকে দেখা যাচ্ছে বানারহাটে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৬২.০০ মিলিমিটার।
advertisement
5/8
এদিকে বর্ষার প্রথম স্পেলের বৃষ্টিতেই ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন ।ইতিমধ্যে জলপাইগুড়ি জেলার তিস্তা নদী সংলগ্ন কয়েকটি গ্রাম থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন।
advertisement
6/8
অন্যান্য স্থানগুলিতে গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ। জলপাইগুড়ি - ৩৭.৩০/৬০০.৮০, আলিপুরদুয়ার -৮৩.৪০/৮৪৩.৪০, কোচবিহার - ৩৭.৪০/৭৯১.৫০, শিলিগুড়ি - ২৭.০০/৬৩৪.৮০, মালবাজার - ৩৭.৯০/৯১৩.০০, হাসিমারা- ১৫.০০/১০৬০.৮০,বানারহাট -৬২.০০/৬৯১.০০,মাথাভাঙ্গা - ৩২.৪০/৭৫১.৯০, তুফানগঞ্জ - ২৮.২০/৮২৮.২০, ময়নাগুড়ি - ৪১.০০/৬০৮.৮০
advertisement
7/8
রবিবার জলপাইগুড়ি সেচ দফতরের অধীনে জলপাইগুড়ি সেচ ভবনে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেছে আলিপুরদুয়ার,কোচবিহার,শিলিগুড়ি,জলপাইগুড়ি সহ মোট ১০ টি স্থানের বৃষ্টিপাত রেকর্ড করা সহ তিস্তা,কালজানী, জলঢাকা ,মতো পাহাড়ী নদীর জলস্তর ২৪ ঘণ্টা পরিমাপের কাজ।
advertisement
8/8
রবিবার ১লা জুন সকালে থেকেই আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করল উত্তরবঙ্গ বন্য নিয়ন্ত্রণ কমিশনের বিশেষ কন্ট্রোল রুম, বর্ষার প্রথম স্পেলে দাপটে ব্যাহত স্বাভাবিক জনজীবন সহ সড়ক পথ।