TRENDING:

তিস্তা ও জলঢাকায় বিরাট সতর্কতা! কতটা জল ছাড়া হল ব্যারেজ থেকে, জানেন? চমকে উঠবেন

Last Updated:
বারবার জল ছাড়া আর ভারী বৃষ্টির পূর্বাভাসে আগেভাগেই সতর্ক থাকতে বলা হচ্ছে তিস্তা পাড়ের নদীর বাসিন্দাদের।অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে প্রশাসন। কড়া নজরদারি চালানো হচ্ছে প্রতিনিয়ত। অনেকেই ইতিমধ্যেই উঁচু জায়গায় চলে যাচ্ছেন।
advertisement
1/5
তিস্তা ও জলঢাকায় বিরাট সতর্কতা! কতটা জল ছাড়া হল ব্যারেজ থেকে, জানেন? চমকে উঠবেন
বর্ষার মরশুম পেরিয়ে গেলেও এবছর সেই অর্থে বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে। তবে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাসে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির আশঙ্কা। পাহাড় ও সমতলের মানুষজন এখন চিন্তায়—কখন যে নেমে আসে পাহাড়ি ঢল! প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শঙ্কা বাড়ছে সাধারণ মানুষের জীবনে।
advertisement
2/5
ইতিমধ্যেই গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। সোমবার সকাল ১০টায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে ১১০৫ কিউসেক জল। দফায় দফায় জল ছাড়ার ফলে নদী সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নদীর ধারে বসবাসকারী মানুষজনের রাত যেন কেটেছে চোখে ঘুম না নিয়েই।
advertisement
3/5
তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। গ্রামেগঞ্জে এখন সবার মুখে একটাই কথাআবার কি জল বাড়বে? প্রশাসনের মাইকিংয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছে বারংবার। কিন্তু উদ্বেগ তো কাটে না। কৃষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ পরিবারের দিন কাটছে চিন্তায়।
advertisement
4/5
জলঢাকা নদীর উপরেও রয়েছে হুঁশিয়ারি। এনএইচ ৩১-এর জলঢাকা নদীর উপর অসংরক্ষিত এলাকাতেও সতর্কতা ঘোষণা করা হয়েছে। নদীপাড়ের মানুষজন ইতিমধ্যেই গৃহস্থালির জিনিসপত্র সরিয়ে রাখছেন নিরাপদ জায়গায়।
advertisement
5/5
বারবার জল ছাড়া আর ভারী বৃষ্টির পূর্বাভাসে আগে ভাগেই সতর্ক থাকতে বলা হচ্ছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে প্রশাসন। কড়া নজরদারি চালানো হচ্ছে প্রতিনিয়ত।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
তিস্তা ও জলঢাকায় বিরাট সতর্কতা! কতটা জল ছাড়া হল ব্যারেজ থেকে, জানেন? চমকে উঠবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল