TRENDING:

হাজার হাজার বাচ্চা-বুড়ো মিলে কাগজের নৌকা ভাসাচ্ছে নদীতে! কী হচ্ছে 'এই' এলাকায়? জানুন

Last Updated:
Tangon River: টাঙ্গন নদী বাঁচাতে সচেতনতা শিবির বুনিয়াদপুরে। কাগজের তৈরি নৌকা টাঙ্গন নদীতে ভাসিয়ে দিয়ে নদী রক্ষার বার্তা দিল বাচ্চা থেকে বুড়ো সকলে।
advertisement
1/6
হাজার হাজার বাচ্চা-বুড়ো মিলে কাগজের নৌকা ভাসাচ্ছে নদীতে! হলটা কী সবার?
<strong>দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী:</strong> টাঙ্গন নদী বাঁচাতে সচেতনতা শিবির বুনিয়াদপুরে। এদিন বুনিয়াদপুর পুরসভার উদ্যোগে এবং আঙিনা বার্ডস এন্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সহযোগিতায় শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বংশিহারী ব্লকের টাউন সভাকক্ষে।
advertisement
2/6
আন্দোলনকারীদের মতে, একসময় টাঙ্গন নদীতে সারাবছর জল থাকত। নদীতে রুই, কাতলা, আর, বোয়াল, ট্যাংরা মাছ-সহ নানা প্রজাতির মাছ থাকত। নদীর উপর ভরসা করে বহু মৎস্যজীবীর পরিবার জীবিকা নির্বাহ করত।(ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
advertisement
3/6
এ বিষয়ে বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান কমল সরকার জানান, "টাঙ্গন শুধুমাত্র নদী নয়, এটি আমাদের সংস্কৃতি ও জীবিকার উৎস। টাঙ্গন বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।"(ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
advertisement
4/6
এবিষয়ে আঙিনা বার্ডস এন্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিত বসাক জানান, "নদীর স্বাভাবিক জলপ্রবাহ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। নয়তো পরিবেশ ও জীবিকা দুটোই বিপন্ন হয়ে পড়বে।"(ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
advertisement
5/6
এখন টাঙ্গন নদী শুষ্ক হয়ে যাওয়ায় হারিয়ে গিয়েছে বহু নদিয়ালী মাছ। এমনকি অনেক মৎস্যজীবী পরিবারকে বাধ্য হয়েই অন্য কাজ বেছে নিতে হচ্ছে। নদীকে বাঁচাতে বাচ্চা থেকে বুড়ো সকলে মিলে একজোট হয়ে কাগজের নৌকা ভাসালো টাঙ্গন নদীতে। বুনিয়াদপুর পুরসভার প্রাইমারি, হাই স্কুল, এসএসকে ও এমএসকে মিলিয়ে প্রায় হাজার খানেক ছাত্রছাত্রী সামিল হয়।(ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
advertisement
6/6
আন্দোলনকারীরা আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর উপলক্ষে টাঙ্গন বাঁচাও কমিটি এদিন টাঙ্গন নদী বাঁচাতে এই কর্মসূচির আয়োজন করেছে।  নদীর জল যেন নদীতেই থেকে সারাবছর যাতে মৎস্যজীবীরা তাদের জীবিকা ধরে রাখতে পারেন সেটাই তাঁদের লক্ষ্য।(ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
হাজার হাজার বাচ্চা-বুড়ো মিলে কাগজের নৌকা ভাসাচ্ছে নদীতে! কী হচ্ছে 'এই' এলাকায়? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল