Tabakoshi Homestay: একরাতের বৃষ্টিতে তাবাকোশির এ কী রূপ! ধূলিসাৎ বহু হোমস্টে, মালিকদের চোখে জল-বাতিল সব বুকিং
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Tabakoshi Homestay: একরাতের বৃষ্টি, ফুলেফেঁপে ওঠে পাহাড়ি নদী রাংভাং। তার তোড়েই ধূলিসাৎ তাবাকোশির হোমস্টেগুলি। দেখলে চোখে জল আসবে।
advertisement
1/6

দেশ-বিদেশের পর্যটকদের অতিপ্রিয় ডেস্টিনেশন উত্তরবঙ্গের তাবাকোশি। মিরিক পর্যটনের হার্ট থর্ব!
advertisement
2/6
একরাতের বৃষ্টি, ফুলেফেঁপে ওঠে পাহাড়ি নদী রাংভাং। তার তোড়েই ধূলিসাৎ তাবাকোশির হোমস্টেগুলি।
advertisement
3/6
১৫-১৬টি হোমস্টে ক্ষতিগ্রস্থের তালিকায়। বহু বুকিং বাতিল। বছর খানেক আগে স্বাভাবিকের সম্ভাবনা নেই।
advertisement
4/6
উড়ে গিয়েছে মিরিক ও তাবাকোশির সংযোগকারী সেতু। ভেঙেছে রাংভাং নদীর উপর তাবাকোশির লোহার সেতুও।
advertisement
5/6
উড়ে গিয়েছে তাবাকোশি পার্ক। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপা। পাশে থাকার আশ্বাস দেন তিনি। হোমস্টে'র মালিকদের চোখে জল। এলাকায় নেই বিদ্যুৎ, পানীয় জল।
advertisement
6/6
চরম সংকটে তাবাকোশি। মিরিক থেকে ৭ কিলোমিটার দূরত্ব তাবাকোশির। সেতু উড়ে যাওয়ায় ঘুরপথে চলছে যোগাযোগ। মিনিট ১৫-২০'র পথ পেরোতে এখন সমিয় লাগছে ২ ঘণ্টা। (পার্থপ্রতিম সরকার)