TRENDING:

Success Story: শারীরিক চ্যালেঞ্জকে উপেক্ষা করেই আন্তর্জাতিক মঞ্চে বিশেষ সম্মান! শিলিগুড়ির গর্ব দাশগুপ্ত ব্রাদার্স যেন সাক্ষাৎ অনুপ্রেরণা

Last Updated:
শিলিগুড়ি থেকে বেঙ্গালুরু, তারপর আন্তর্জাতিক মঞ্চ— দাশগুপ্ত ব্রাদার্সের এই যাত্রা এখন কেবল গর্ব নয়, অনুপ্রেরণার গল্প।
advertisement
1/5
ইন্দো-কোরিয়ান কানেক্ট ২০২৫-এ শিলিগুড়ির দুই ভাইয়ের জয়যাত্রা
<strong>শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য</strong>: শিলিগুড়ি থেকে বেঙ্গালুরু, তারপর আন্তর্জাতিক মঞ্চ— দাশগুপ্ত ব্রাদার্সের এই যাত্রা এখন কেবল গর্ব নয়, অনুপ্রেরণার গল্প।
advertisement
2/5
ইন্দো-কোরিয়ান কানেক্ট ২০২৫-এ শিলিগুড়ির দুই ভাইয়ের জয়যাত্রা
বেঙ্গালুরুতে আয়োজিত ঐতিহাসিক ইন্দো-কোরিয়ান কানেক্ট ২০২৫ সম্মেলনে বিশেষ সম্মান পেলেন শিলিগুড়ির দুই কৃতি সন্তান—ডক্টর সাই কৌস্তুভ দাশগুপ্ত ও ডক্টর কুশল দাশগুপ্ত। তাঁদের হাতে এই সম্মান তুলে দেওয়া মাত্রই করতালির ঝড় বয়ে গেল আন্তর্জাতিক অতিথিদের ভিড়ে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
ছোটবেলা থেকে শারীরিক চ্যালেঞ্জ সঙ্গী হলেও থেমে থাকেননি কৌস্তুভ। হুইলচেয়ার তাঁর কাছে সীমাবদ্ধতা নয়, বরং শক্তি। তাই তো তিনি আজ দেশের খ্যাতনামা “হুইলচেয়ার ওয়ারিয়র”, সার্টিফাইড হ্যাপিনেস কোচ ও গ্লোবাল টেডএক্স স্পিকার। ভারতের রাষ্ট্রপতির সম্মানপ্রাপ্ত হওয়ার পর এবার ইন্দো-কোরিয়ান কানেক্ট তাঁর সংগ্রামী জীবনকেই নতুনভাবে স্বীকৃতি দিল। বিশ্বের হাজারও মানুষ আজ তাঁকে দেখেই শেখেন— প্রতিবন্ধকতা কখনও স্বপ্ন থামাতে পারে না।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
অন্যদিকে কনিষ্ঠ ভাই কুশল দাশগুপ্ত নিজেকে খুঁজে পেয়েছেন লেন্সের আড়ালে। ফটোগ্রাফার, চলচ্চিত্র নির্মাতা ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার হিসেবে তাঁর যাত্রা সমান প্রশংসনীয়। তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র Incredible Insight ইতিমধ্যেই আটটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। শুধু সিনেমা নয়, প্রযুক্তি আর সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তিনি গ্রামীণ ক্ষমতায়নের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
কৌস্তুভ ও কুশল বর্তমানে কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকলেও তাঁদের শেকড় শিলিগুড়িতে। তাই এই সম্মান যেন গোটা শহরেরই সাফল্য। শিলিগুড়ির তরুণদের কাছে তাঁদের গল্প হয়ে উঠেছে অনুপ্রেরণার বাতিঘর—যা বলছে, স্বপ্ন থাকলে পথও তৈরি হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Success Story: শারীরিক চ্যালেঞ্জকে উপেক্ষা করেই আন্তর্জাতিক মঞ্চে বিশেষ সম্মান! শিলিগুড়ির গর্ব দাশগুপ্ত ব্রাদার্স যেন সাক্ষাৎ অনুপ্রেরণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল