TRENDING:

Siliguri: Parai Sikhalaya Prakalpa 2022 : কোভিডিধি মেনে ‘পাড়ায় শিক্ষালয়’-এর মহড়া শিলিগুড়ির খড়িবাড়িতে, বইখাতা নিয়ে হাজির কচিকাঁচার দল

Last Updated:
Siliguri: Parai Sikhalaya Prakalpa 2022 : ক্লাস নিলেন স্কুলেরই শিক্ষিকা। খড়িবাড়ির প্রত্যন্ত গ্রাম ওয়ারিশজোতে হল এই ক্লাস।
advertisement
1/5
কোভিডিধি মেনে ‘পাড়ায় শিক্ষালয়’-এর মহড়ায় বইখাতা নিয়ে হাজির কচিকাঁচার দল
স্কুল কবে খুলবে, তা এখনও অনিশ্চয়তার দোলাচলে। ২ বছরের কাছাকাছি প্রাথমিক বিদ্যালয় বন্ধ। ক্লাস নাইন থেকে দ্বাদশ শ্রেণী অবধি মাঝে দিন কয়েক খোলা ছিল। কোভিডের তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় ফের বন্ধ করা হয় স্কুলের দরজা। সর্বত্র স্কুল খোলার দাবি জোরালো হয়েছে। শুরু হয়েছে আন্দোলন। কিন্তু সরকার এখনও সবুজ সংকেত দেয়নি।
advertisement
2/5
স্কুল খোলার পরিবর্তে পাড়ায় পাড়ায় শিক্ষালয় চালুর পক্ষে রায় দিয়েছে রাজ্য। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রীও সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এদিকে সরস্বতী পুজোর পর আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে চালু হচ্ছে পাড়ায় পাড়ায় শিক্ষালয়! তারই মহড়া শনিবার হল শিলিগুড়ির খড়িবাড়িতে।
advertisement
3/5
এদিন গ্রামের ২২ জন খুদে পড়ুয়াকে আনা হল এক ছাতার তলায়! ক্লাস নিলেন স্কুলেরই শিক্ষিকা। খড়িবাড়ির প্রত্যন্ত গ্রাম ওয়ারিশজোতে হল এই ক্লাস। গ্রামের ছাত্র, ছাত্রীদের কাছে অনলাইনে পড়াশোনা সম্ভব হয়নি। আর্থিক অনটনের জেরে স্মার্টফোন তাদের কাছে বিলাসিতা। আর তাই কার্যত পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছিল গ্রামের কচিকাঁচারা।
advertisement
4/5
শনিবার আবার চালু হল ক্লাস। স্কুলে নয়, বাড়ির পাশের পাড়ায় হল সেই ক্লাস! উপস্থিত ছিল পড়ুয়ারা। সঙ্গে ছিলেন তাদের অভিভাবকেরাও। নির্দিষ্ট সময় ধরে হল ক্লাস। একেবারে কোভিড বিধি মেনে। এদিন সুপর্ণা সিংহ, গৌরী সিংহের মতো অভিভাবকেরাও একসুরে বলছেন, ‘‘আর বন্ধ নয়, দ্রুত খুলে যাক স্কুলের দরজা।’’
advertisement
5/5
পাড়ার স্কুলে এসে খুশি খুদে পড়ুয়ারাও। কেমন চলছে মহড়া? তা খতিয়ে দেখতে আসেন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। তিনি জানান, স্কুলছুটদের ফের বিদ্যালয়মুখী করাই লক্ষ্য৷ পাশাাশি শিক্ষক, শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনাও অন্যতম লক্ষ্য।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Siliguri: Parai Sikhalaya Prakalpa 2022 : কোভিডিধি মেনে ‘পাড়ায় শিক্ষালয়’-এর মহড়া শিলিগুড়ির খড়িবাড়িতে, বইখাতা নিয়ে হাজির কচিকাঁচার দল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল