TRENDING:

নিকাশি নালার জমা জলে বেনজির দুর্ভোগ! পরিদর্শনে যেতেই তুলকালাম, তারপরেই বড় নির্দেশ চেয়ারম্যানের

Last Updated:
পরিস্থিতি এতটাই সঙ্গিন যে রাস্তার পাশে থাকা পুরসভার নিকাশি নালার জল দীর্ঘ প্রায় একমাস ধরে রাস্তার উপর দিয়ে বইছে। ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন ওয়ার্ডে। বেড়েছে সাপ ও মশা, মাছির উপদ্রব।
advertisement
1/6
নিকাশি নালার জমা জলে বেনজির দুর্ভোগ! পরিদর্শনে যেতেই তুলকালাম, তারপরেই বড় নির্দেশ
বৃষ্টির জমা জল উঠে এসেছে নিকাশি নালা থেকে রাস্তায়, সমস্যায় বালুরঘাট পুরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দা। রাস্তার জল সরলেও নিকাশি নালাগুলি জলে ভরে আছে। ফলস্বরূপ জল বেরোতে পারছে না। আর এই জলযন্ত্রণাকে নিয়েই শুরু হয়েছে তর্জা। (ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
advertisement
2/6
বালুরঘাট পুরসভা এলাকার ৯, ১০, ২৫, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির জমা জল সম্পূর্ণভাবে নেমে যায়নি। জমা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ জমেছে।
advertisement
3/6
স্থানীয় প্রায় প্রতিটা ওয়ার্ডের সাধারণ মানুষের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে বা পুরসভার পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা সুপারভাইজারকে জানিয়েও কোনও লাভ হয়নি।
advertisement
4/6
দুর্গাপুজোর সময়ে ও পরবর্তী সময়ে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল নতুন করে সমস্যা বাড়িয়েছে। পরিকল্পিত নিকাশি ব্যবস্থা না থাকায় প্রতিবছর এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওয়ার্ডে জমা জল নিয়ে শুরু হয়েছে তরজা।
advertisement
5/6
এদিন পুরসভার ওয়ার্ড পরিদর্শনে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি অবশ্য বিভিন্ন ওয়ার্ডের সুপারভাইজারদের ডেকে সঙ্গে সঙ্গে পুরসভার পাম্প মেশিন নিয়ে এসে জল তুলে ফেলার নির্দেশ দেন।
advertisement
6/6
এরপরেই নিকাশি নালার কাজ শুরু হয় দ্রুত। স্থানীয় বাসিন্দারা পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যায় কথা জানিয়েও এতদিন কেন উদ্যোগ নেওয়া হয়নি পুরসভা তরফে তা নিয়েও উঠেছে প্রশ্ন। (ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
নিকাশি নালার জমা জলে বেনজির দুর্ভোগ! পরিদর্শনে যেতেই তুলকালাম, তারপরেই বড় নির্দেশ চেয়ারম্যানের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল