TRENDING:

Malda News: দিনমজুরের ছেলে রাজ্য স্তরের চ্যাম্পিয়ন! অভাবকে জয় করে কীভাবে এগোতে হয়, দেখিয়ে দিল এই ক্রীড়াবিদ

Last Updated:
Maldah : কলকাতায় আয়োজিত রাজ্য স্তরের অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৯ বিভাগে জ্যাকলিন থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাউল আখতার। সেখানে বিভিন্ন জেলা থেকে আগত ১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয় কাউল আখতার।
advertisement
1/6
দিনমজুরের ছেলে রাজ্য স্তরের চ্যাম্পিয়ন, মালদহের ক্রীড়াবিদ যা করল, শুনলে অবাক হবেন
দিনমজুরের ছেলের বাংলা জয়। রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে জেলার নাম উজ্জ্বল করলো মালদহের নির্মাণ শ্রমিকের ছেলে কাউল আক্তার। তাঁর এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা জুড়ে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
কলকাতায় আয়োজিত রাজ্য স্তরের অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৯ বিভাগে জ্যাকলিন থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাউল আখতার। সেখানে বিভিন্ন জেলা থেকে আগত ১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয় কাউল আখতার।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
বাবা দিনমজুর। কোনও সময় শহরে তো আবার কোনও সময় ভিন রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজে করে থাকেন। সামর্থ্য ছিল না ছেলেকে ভাল একটি জ্যাভলিন কিনে দেওয়ার। তবে সেই ছেলেই আজ জেলার নাম উজ্জ্বল করল। প্রায় ১৬ জন প্রতিযোগীকে পিছনে ফেলে রাজ্য স্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ল সকলের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
মালদার ইংরেজবাজারের বুধিয়া হাই মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্র কাউলা আক্তার। বাবা কুরবান পেশায় একজন দিনমজুর মা আফিয়া বিবি গৃহবধূ। ছেলের এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার সহ গ্রাম জুড়ে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
এদিন চ্যাম্পিয়ন কাউল আখতার কে সংবর্ধনা জানাতে তাঁর বাড়িতে হাজির হন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষক শিক্ষিকারা। তাঁকে সংবর্ধনা দিয়ে তাঁর জন্য সরকারি সাহায্য-সহযোগিতার আবেদন জানান প্রধান শিক্ষক আজিজুর রহমান।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
প্রধান শিক্ষক আজিজুর রহমান জানান, "পঞ্চম শ্রেণি থেকেই স্কুলে পড়াশোনা করে সে। পরিবারের আর্থিক অনটন সত্ত্বেও কাউলকে পড়াশোনা করিয়েছেন তাঁর পরিবার। এর আগে জাতীয় ও রাজ্য স্তরে ভাল ফলাফল করে নজর কেড়েছে সে। আগামীতে তাঁকে আরও ভাল প্রশিক্ষণের জন্য মেঘালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি সে আরও বড় জায়গায় যাবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Malda News: দিনমজুরের ছেলে রাজ্য স্তরের চ্যাম্পিয়ন! অভাবকে জয় করে কীভাবে এগোতে হয়, দেখিয়ে দিল এই ক্রীড়াবিদ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল