TRENDING:

প্যান্ডেল হপিং, ভুরিভোজ থেকে নতুন পোশাক! প্রবীণদের ঠাকুর দেখাল নবীন প্রজন্ম, টোটোয় চেপে শহরে হল পুজো পরিক্রমা

Last Updated:
Durga Puja Pandal Hopping: এদিন প্রায় ১৫০ জন প্রবীণকে নিয়ে টোটোয় চেপে পুজো পরিক্রমা শুরু হয়। দুপুরে বালুরঘাট পুরসভা সংলগ্ন ক্ষণিকা ভবনে সকলের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছিল। সবশেষে তাঁদের উপহার হিসেবে নতুন জামাকাপড় দেওয়া হয়।
advertisement
1/6
প্যান্ডেল হপিং, ভুরিভোজ থেকে নতুন পোশাক! প্রবীণদের ঠাকুর দেখাল নবীন প্রজন্ম
বড় বড় মণ্ডপ ও আলোর ঝলকানিতে যখন শহরবাসী উৎসবে মাতোয়ারা, তখন শহর লাগোয়া কিছু গ্রামের প্রবীণদের বাড়িতে নিস্তব্ধতা। তাঁদের পুজোর আনন্দ বলে বিশেষ কিছু নেই। (ছবি ও তথ্যঃ সুস্মিতা গোস্বামী)
advertisement
2/6
আর্থিক সচ্ছলতার অভাব পুজোর আনন্দ থেকে তাঁদের বঞ্চিত করেছে। কিন্তু এই মন খারাপ ভুলে তাঁরাও যাতে পুজোর আনন্দে মেতে উঠতে পারেন, তাই তাঁদের এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নিয়েছেন কিছু তরুণ তরুণীর দল।
advertisement
3/6
দুর্গাপুজোর মহাঅষ্টমীর দুপুরে বালুরঘাটের একদল তরুণ-তরুণীর হাত ধরে শহরের বেশ কিছু পুজো মণ্ডপ ঘুরে দেখলেন প্রত্যন্ত গ্রামের দুঃস্থ প্রবীণরা।
advertisement
4/6
এই তরুণ তরুণীদের কেউ কলেজ পড়ুয়া, কেউ আবার সদ্য কলেজের গণ্ডি পার করেছেন। আর্থিকভাবে দুর্বল প্রবীণদের শহরের প্রতিমা দর্শন করানোর পরিকল্পনায় মোট ৯৪ জন তরুণ-তরুণী যোগ দিয়েছেন। তাঁরা সকলে মিলে দলের নাম দিয়েছেন ‘ছোট্ট প্রচেষ্টা’।
advertisement
5/6
এদিন প্রায় ১৫০ জন প্রবীণকে নিয়ে টোটোয় চেপে পুজো পরিক্রমা শুরু হয়। দুপুরে বালুরঘাট পুরসভা সংলগ্ন ক্ষণিকা ভবনে সকলের জন্য আহারের ব্যবস্থাও করা হয়েছিল। সবশেষে তাঁদের উপহার হিসেবে নতুন জামাকাপড় দেওয়া হয়।
advertisement
6/6
বালুরঘাটের পাশে আশইর, কুয়ারণ, ডাকরা, ময়ামারি সহ একাধিক এলাকার প্রবীণদের এই প্রতিমা দর্শনের অভিনব উদ্যোগে দেখা গিয়েছে। মূলত টিউশন পড়িয়ে সেখান থেকে পাওয়া টাকা বাঁচিয়ে এই অভিনব উদ্যোগ নিয়েছেন তাঁরা। (ছবি ও তথ্যঃ সুস্মিতা গোস্বামী)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
প্যান্ডেল হপিং, ভুরিভোজ থেকে নতুন পোশাক! প্রবীণদের ঠাকুর দেখাল নবীন প্রজন্ম, টোটোয় চেপে শহরে হল পুজো পরিক্রমা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল