TRENDING:

Snowfall In Sikkim: বরফের সাদা চাঁদরে ঢাকল সিকিম! লাচুং-এও তুমুল বরফপাত! দেখুন

Last Updated:
Snowfall In Sikkim: আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা! বরফের সাদা চাঁদরে ঢাকা পড়েছে সিকিম! সব ভয় কাটিয়ে বরফপাতে মত্ত সকলে! দেখুন ছবি
advertisement
1/5
বরফের সাদা চাঁদরে ঢাকল সিকিম! লাচুং-এও তুমুল বরফপাত! দেখুন
[caption id="attachment_2010020" align="alignnone" width="1080"] সিকিমের শৈল শহর বর্তমানে সাদা বরফের চাদরে ঢেকে গেছে। আজ সকালেই ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হলেও বিকেলে তুষারপাতের কারণে মুগ্ধ পর্যটকেরা । [/caption]
advertisement
2/5
মঙ্গলবার বিকেল নাগাদ সিকিমের উত্তরাঞ্চলে তাপমাত্রা -৮ ডিগ্রির নিচে নেমে গেছে। এই তুষারপাতের কারণে পর্যটকরা শীতের কঠোরতা অনুভব করলেও বরফের সৌন্দর্যে তারা বেশ খুশি। বিশেষ করে নর্থ সিকিমের লাচুং এলাকায় বরফ ঝরছে অঝোরে, যা পর্যটকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা সৃষ্টি করেছে।
advertisement
3/5
মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই লাচুংয়ে তুষারপাত হচ্ছে, যা পর্যটকদের মাঝে এক ভিন্ন ধরনের উল্লাসের সৃষ্টি করেছে। তাপমাত্রা মাইনাসে চলে যাওয়ার পর, সেখানকার প্রকৃতি হয়ে উঠেছে আরও মনোমুগ্ধকর। তুষারপাতের এই দৃশ্য দেখে বেশ কিছু পর্যটক জানিয়েছেন, এটি তাদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।
advertisement
4/5
বিকেল বেলা তুষারপাত শুরু হওয়ায় লাচুংয়ের আবহাওয়া একদম বদলে গেছে। সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যাচ্ছিল, তখন তুষারের পরিমাণ বাড়তে শুরু করেছিল। পর্যটকদের মতে, তুষারপাতের এই দৃশ্য পুরো লাচুং শহরকে এক নতুন রূপে সাজিয়ে দিয়েছে।
advertisement
5/5
শৈল শহরের পর্যটকরা জানিয়েছেন, সকালে ভয়ের পরিবেশ তৈরি হলেও, বিকেলের তুষারপাত সেই দুশ্চিন্তা সব মুছে দিয়েছে। লাচুংয়ের সাদা বরফের চাদর ও ঠান্ডা আবহাওয়ায় তারা ফিরে পেয়েছেন শান্তি এবং আনন্দ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Snowfall In Sikkim: বরফের সাদা চাঁদরে ঢাকল সিকিম! লাচুং-এও তুমুল বরফপাত! দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল