Snowfall in Sandakphu: তুষারপাতের অ্যালার্ট সত্যি করে সাদায় সাদা হয়ে গেল সান্দাকফু, ২০২৫- এ প্রথমবার বরফে ঢাকল, রইল ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Snowfall in Sandakphu: বছরের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু! দেখুন ছবি
advertisement
1/5

বছরের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু । মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছিল। রাত থেকে সান্দাকফুর বিস্তীর্ণ এলাকা বরফে ঢাকা পড়ে গিয়েছে। সান্দাকফু থেকে ফালুট যাওয়ার রাস্তায় বরফ জমে রয়েছে।
advertisement
2/5
রাস্তায় পড়ে বরফ, গাছগাছালির ফাঁকে দেখা যাচ্ছে বরফ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে উত্তর ও পূর্ব সিকিমেও। উত্তর সিকিমের লাচেন, পূর্ব সিকিমের ছাঙ্গু লেক বরফে ঢেকে গিয়েছে । ছাঙ্গু লেক পর্যন্ত পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।
advertisement
3/5
প্রসঙ্গত, সান্দাকফু থেকে অপেক্ষাকৃত নীচের উচ্চতায় টংলু, টুমলিং, ফালুট, কালিপোখরি, মানেভঞ্জন সহ বিভিন্ন এলাকাতে ভোরবেলা হালকা তুষারপাত হয়েছে।
advertisement
4/5
পর্যটকরা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বরফা ঢাকা একাধিক এলাকার ছবি শেয়ার করেছেন। গভীর রাতে তুষারপাত হলেও সকালে সেরকম তুষারপাত হয়নি বলে জানান ব্যবসায়ী সৌরভ পাল।
advertisement
5/5
শেষ পাওয়া খবর অনুযায়ী, সান্দাকফু এলাকার আশপাশ পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। হোটেল রুম থেকেই নিসর্গ দর্শন করতে পারবেন পর্যটকরা।