Snowfall forecast in Darjeeling: আহা কী দেখিলাম! দার্জিলিঙের একাধিক জায়গায় শুরু তুষারপাত... বরফে ঢেকে গেল সিকিম
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Snowfall forecast in Darjeeling: সান্দাকফু, টুমলিং, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক-সহ এলাকায় ভারী তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে এলাকা।
advertisement
1/6

বেশ চুটিয়ে ঠান্ডা পড়েছে এ বছর। আর শীতে পাহাড়ে বেড়াতেও গিয়েছেন অনেকে। তাঁদের জন্য় এবার যেন স্বর্গসুখ। দার্জিলিংয়ে বরফ পড়ল। সাদা তুলোয় ঢাকল ম্য়াল। যার ফলে বেজায় খুশি পর্যটকেরা। তুষারপাত দেখতে পর্যটকদের ভিড় দেখা গেল।
advertisement
2/6
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। হিমাঙ্কের নীচে নেমে যাবে দার্জিলিংয়ের তাপমাত্রা।
advertisement
3/6
দার্জিলিংয়ের জেলাগুলিতে তীব্র শীতের দাপট অব্যাহত। তার মধ্যে বৃষ্টির পূর্বভাস মিলেছে। উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হতে চলেছে।
advertisement
4/6
উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
5/6
তুষারপাতের সাদা আস্তরণে নৈসর্গিক রূপ যেন স্বর্গীয়৷ বিশেষ করে উত্তর সিকিমের লাচেন এবং থাঙ্গু উপত্যকা শীতলতম শহর সিকিমের৷
advertisement
6/6
তুষারপাতে বিধ্বস্ত সিকিমে বিঘ্নিত হয় পর্যটনও৷ তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ও সতর্ক প্রশাসন৷ বুধবার থেকে ফের বাংলায় শীতের দ্বিতীয় স্পেল শুরু হতে চলেছে।