TRENDING:

West Bengal News: সাতসকালে দরজার সামনে হঠাৎ ফোঁস-ফোঁস শব্দ, যা দেখা গেল, হাড়হিম দৃশ্য ধূপগুড়িতে!

Last Updated:
West Bengal News: আচমকা একটি গর্ত থেকে ফোঁস-ফোঁস শব্দ কানে ভেসে আসে শ্রমিকদের। (ছবি ও তথ্য: শেখ রকি চৌধুরী)
advertisement
1/5
সাতসকালে দরজার সামনে হঠাৎ ফোঁস-ফোঁস শব্দ, যা দেখা গেল, হাড়হিম দৃশ্য ধূপগুড়িতে!
সাতসকালে দরজার সামনে আচমকাই ফোঁস শব্দ, আঁতকে উঠলেন বাড়ির মালিক। দুয়ারে সাপ! ভয়ে চোখ কপালে দাস পরিবারের সদস্যদের। সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্য থেকে বাড়িতে কর্মরত শ্রমিকরাও। আতঙ্কে শ্রমিকরা ছুটে পালান। ধূপগুড়ি পৌরসভার কলেজ পাড়া এলাকার ঘটনা। (ছবি ও তথ্য: শেখ রকি চৌধুরী)
advertisement
2/5
ভালো করে গর্তে উঁকি মারতেই দেখেন একটি সাপ কুন্ডুলি পাকিয়ে বসে রয়েছে। হঠাৎ সাপ দেখে ভয় পেয়ে যায় শ্রমিকরা। আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরাও। এরপর কাজ বন্ধ রেখে খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। (ছবি ও তথ্য: শেখ রকি চৌধুরী)
advertisement
3/5
এরপর তারা এসে ঘন্টা খানেকের চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন। আতঙ্ক মুক্ত হন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপটি লম্বায় প্রায় ৭ ফুট। সাপটির নাম দাঁড়াশ এবং সেটি নির্বিষ। (ছবি ও তথ্য: শেখ রকি চৌধুরী)
advertisement
4/5
সাপটিকে উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গরম পড়তেই সাপের উপদ্রব বাড়তে শুরু করায় আতঙ্কিত ধূপগুড়ি শহরবাসী। সর্প বিশারদ মিন্টু চৌধুরী জানান, যে সাপটি উদ্ধার করা হয়েছে সেটি একটি নির্বিষ দাঁড়াস সাপ। উত্তরবঙ্গের ডুয়ার্সে যে সকল বিষধর সাপগুলো পাওয়া যায় সেগুলি গোখরো, কালাজ, শঙ্খিনী, কিং কোবরা, ইয়োলো পিট ভাইপার, গ্রিনপিট ভাইপার, ব্যাম্বু পিট ভাইপার উল্লেখযোগ্য। এই সকল বিষধর সাপ সচরাচর জঙ্গলেই দেখা যায়। এর মধ্যে থেকে গোখরো, কালাচ,শঙ্খিনী কখনও সখনও লোকালয় বের হয়ে আসে। (ছবি ও তথ্য: শেখ রকি চৌধুরী)
advertisement
5/5
জানা গিয়েছে, সকালে ধূপগুড়ি কলেজপাড়ার বাসিন্দা অজিত কুমার দাস কয়েকজন শ্রমিক দিয়ে ঘরের দরজার পাশে আলু রাখার জন্য ঘর মেরামত করছিলেন। আচমকা একটি গর্ত থেকে ফোঁস-ফোঁস শব্দ কানে ভেসে আসে শ্রমিকদের। (ছবি ও তথ্য: শেখ রকি চৌধুরী)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
West Bengal News: সাতসকালে দরজার সামনে হঠাৎ ফোঁস-ফোঁস শব্দ, যা দেখা গেল, হাড়হিম দৃশ্য ধূপগুড়িতে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল