TRENDING:

Snake Bite: বর্ষায় ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে বিষধর, কার্বলিক নয়, সাপের গায়ে ঢালুন এই সস্তার তেল, সুড়সুড় পালাবে! জানালেন বিশেষজ্ঞ

Last Updated:
Snake Bite: বর্ষায় সাপের কামড় থেকে বাঁচতে মাথায় রাখুন এই বিষয়গুলি! জেনে নিন অভিজ্ঞ উদ্ধারকারীর মতামত
advertisement
1/6
বর্ষায় বিষধরের উপদ্রব, কার্বলিক নয়, সাপের গায়ে ঢালুন এই সস্তার তেল, সুড়সুড় পালাবে!
কোচবিহার: বর্তমান সময়ে সাপের কামড়ানোর ঘটনা একটা বড় সমস্যা। বর্ষার এই মরসুমে সাপের কামড়ের ঘটনা প্রায়শই দেখতে পাওয়া যায়। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার বিষয়গুলি সকলে সঠিক ভাবে জানেন না। তাই অবশ্যই সকলের বিষয়গুলি সম্পর্কে সঠিক ভাবে জেনে রাখা উচিত।
advertisement
2/6
মূলত সাপের সম্পর্কে মানুষের মধ্যে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে এই ঘটনা সবচেয়ে বেশি হয়ে থাকে। এছাড়াও সাপের বিষয়ে অন্ধবিশ্বাস আরেকটি বড় সমস্যা। মূলত কিছু বিষয়ের ওপর খেয়াল রাখলেই সাপের কামড় থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব।
advertisement
3/6
বন্যপ্রাণ প্রেমী এবং দীর্ঘ সময়ের সর্প উদ্ধারকারী অর্ধেন্দু বণিক জানান, "সাপ তিন ধরনের হয়ে থাকে। বিষাক্ত, হালকা বিষাক্ত এবং নির্বিষ। এই সময় বৃষ্টিতে বেশিরভাগ জায়গায় জল জমে থাকে। তাই বহু সাপ উঁচু জায়গা খোঁজে থাকার জন্য। ফলে বিভিন্ন সময়ে সাপ বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এতেই সাপের কামড়ে আক্রান্ত হয়ে থাকে বহু মানুষ। তবে কিছু বিষয়ের ওপর খেয়াল রাখলে সাপের কামড় থেকে বাঁচা উচিত। মূলত এই সময় বাড়ির চারদিকে ঝোপ জঙ্গলে রাখা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ির চারপাশ।"
advertisement
4/6
তিনি আরও জানান, "এই সময় ঘরের চারধারে ব্লিচিং পাউডার বা কার্বলিক অ্যাসিড (ফেনল) ছড়িয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এগুলি বৃষ্টিতে ধুয়ে না যায়। এছাড়া রাতে অবশ্যই অন্ধকারে টর্চ বা আলো নিয়ে চলাচল করতে হবে। ঝোপ-জঙ্গল যাওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া রাতে মশারির ব্যবহার করতে হবে। এগুলি করলেই সাপের কামড় থেকে অনেকটাই বাঁচা সম্ভব। এছাড়া যদি সাপের কামড়ের ঘটনা ঘটে। তবে অবশ্যই আক্রান্তকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপের কামড়ে আক্রান্তকে বেশি নড়াচড়া করা যাবে না।"
advertisement
5/6
অবশ্যই বর্ষার এই মরসুমে বাড়তি খেয়াল রাখতে হবে সাপের গতিবিধির ওপর। সাপের কামড়ে আক্রান্তদের অবশ্যই মাথায় রাখতে হবে সাপের ধরন একটি বড় বিষয়। যদি বিষাক্ত সাপ বাদে কোনোও সাপ কামড়ায়।
advertisement
6/6
তবে বিষয়টি নিয়ে অযথা ঘাবড়ানোর কারণ নেই। তাই নিজেদের আশেপাশের সাপের সম্পর্কে ভাল ভাবে জেনে রাখা উচিত। এই বিষয়গুলি সম্পর্কে খেয়াল রাখলে সহজেই সাপের কামড় থেকে বাঁচা সম্ভব। (তথ্য- Sarthak Pandit)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Snake Bite: বর্ষায় ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে বিষধর, কার্বলিক নয়, সাপের গায়ে ঢালুন এই সস্তার তেল, সুড়সুড় পালাবে! জানালেন বিশেষজ্ঞ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল