Darjeeling News: প্রথমে রাজনৈতিক, পরে প্রাকৃতিক! একের পর এক বিপর্যয়, এখন কী অবস্থা? জেনে নিন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Nepal: টানা বৃষ্টি ও ভূমিধসের জেরে বিপর্যস্ত নেপালের যোগাযোগ ব্যবস্থায় ধীরে ধীরে ফিরছে স্বাভাবিকতা।
advertisement
1/7

<strong>নেপাল, ঋত্বিক ভট্টাচার্য:</strong> টানা বৃষ্টি ও ভূমিধসের জেরে বিপর্যস্ত নেপালের যোগাযোগ ব্যবস্থায় ধীরে ধীরে ফিরছে স্বাভাবিকতা। নেপাল পর্যটন বোর্ডের (Situation Update – 16) সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের অধিকাংশ প্রধান মহাসড়ক ও ট্রেকিং রুট এখন চালু রয়েছে।
advertisement
2/7
পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, কাঠমান্ডু–মুগলিং, মুগলিং–পোখরা, মুগলিং–নারায়ণঘাট, নারায়ণঘাট–বুটওয়াল, কাঠমান্ডু–সিসনেরি–হেটৌডা, কোশি ব্যারেজ এবং বাগলুং–পোখরা মহাসড়ক বর্তমানে সম্পূর্ণভাবে খোলা রয়েছে। ফলে রাজধানী কাঠমান্ডু থেকে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে পুনরায় যোগাযোগ স্বাভাবিক হচ্ছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/7
তবে ধুলিখেল থেকে মূলকোট পর্যন্ত বিপি হাইওয়ে এখনও আংশিকভাবে বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে চারিকোট রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অন্য সব হাইওয়ে বর্তমানে সচল। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/7
ট্রেকিং ট্রেইলে আংশিক বিপর্যয়এভারেস্ট অঞ্চলের কিছু ট্রেকিং রুট ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নামচে থেকে জোরসালে ও জোরসালে থেকে নামচে যাওয়ার পথে যাত্রীরা আপার বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে। পর্যটন বোর্ড জানিয়েছে, বেশিরভাগ ট্রেকিং ট্রেইলই সচল রয়েছে এবং নতুন রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/7
পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ট্রেক শুরু করার আগে স্থানীয় ট্রেকিং এজেন্সি ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/7
জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর:পর্যটন পুলিশ হটলাইন — ১১৪৪মোবাইল — +৯৭৭ ৯৮৫১২৮১৪৯৮ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/7
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের পর্যটন অবকাঠামো দ্রুত স্বাভাবিকতার পথে। নেপাল পর্যটন বোর্ডের তৎপরতায় দেশজুড়ে অধিকাংশ সড়ক ও ট্রেকিং রুট খুলে দেওয়া হয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য বড় স্বস্তির খবর। যদিও কিছু এলাকায় এখনও বিপদের আশঙ্কা রয়েছে, প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলি সক্রিয়ভাবে পরিস্থিতি মোকাবিলা করছে। পর্যটন বোর্ডের তরফে স্পষ্ট বার্তা— নিরাপত্তাই সবার আগে। তাই যাত্রার আগে সর্বশেষ আপডেট ও স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চললেই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ সম্ভব।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য