Siliguril: Durga Puja-র পঞ্চমীর সন্ধ্যায় শিলিগুড়িতে মণ্ডপে মণ্ডপে ঢল, কোভিড বিধি পালন পুজো উদ্যোক্তাদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শিলিগুড়ি (Siliguri) দুর্গাপুজো (Durga Puja) কমিটি ভেতরে প্রবেশের ক্ষেত্রেও "না" সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে।
advertisement
1/7

চতুর্থীতেই একাধিক মণ্ডপে দুর্গাপুজোর (Durga Puja) উদ্বোধন হয়েছে। পঞ্চমীতে উদ্বোধনের হিড়িক পড়ে যায় শিলিগুড়ি (Siliguri) শহরজুড়ে। বিকেলে কলকাতা থেকে ভার্চুয়ালি দার্জিলিং জেলার পাহাড় ও সমতল মিলিয়ে ১৫টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/7
শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাব অন্যতম। এই মণ্ডপেই উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবালাম, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা, পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রঞ্জন সরকারেরা। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্টজনেরা।
advertisement
3/7
শহরের প্রায় প্রতিটি পুজোয় কোভিড (Covid 19) সচেতনতায় জোর দেওয়া হয়েছে। মণ্ডপে মণ্ডপে ঢোকার মুখেই লেখা "নো মাস্ক, নো এণ্ট্রি!" পুজো উদ্যোক্তারা এক সুরেই বলেছেন, মাস্ক ছাড়া মণ্ডপের আশপাশে আসা যাবে না। আবার কিছু শিলিগুড়ি (Siliguri) দুর্গাপুজো (Durga Puja) কমিটি ভেতরে প্রবেশের ক্ষেত্রেও "না" সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে।
advertisement
4/7
আবার দাদাভাই স্পোর্টিং ক্লাব, কলেজপাড়া পুজো কমিটি স্যানিটাইজার টানেল বসিয়েছে। কয়েকটি মণ্ডপে থার্মাল চেকিং করা হচ্চগে দর্শনার্থীদের। চলছে মাস্ক বিলিও। এককথায় শিলিগুড়ির পুজো উদ্যোক্তারা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং স্বাস্থ্য দফতরের নির্দেশিকা কার্যকরী করতে ঐক্যবদ্ধ। কোনোভাবেই কোভিড (Covid 19) বিধি ভাঙতে নারাজ।
advertisement
5/7
কিন্তু দর্শনার্থীরা কি আর তা মানবেন? পঞ্চমীর সন্ধ্যেও উপচে পড়া ভিড় শহরের উত্তর থেকে দক্ষিন, পূর্ব থেকে পশ্চিমে! মাস্ক পড়ছে। আবার অনেকেরই ঝুলছে থুতনিতে। কারো আবার গলাতে শোভা পাচ্ছে মাস্ক! পুজো উদ্যোক্তারা এদিকে বেশী নজর দিচ্ছে। কোনোভাবেই বিধি ভাঙতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা।
advertisement
6/7
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও জানান, তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় উৎসবের দিনগুলোতেও সকলকে কোভিড প্রোটোকল মানতে হবে। প্রশাসন নির্দেশিকা জারি করেছে। সাধারন মানুষকে তা মানতেই হবে।
advertisement
7/7
একই কথা বলেছেন শিলিগুড়ির পুলিশ কমিশনারও। তিনি বলেন, মাস্ক পড়তেই হবে এবং হ্যাণ্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। নজরদারি চলবে। কোভিড মোকাবিলায় এদিন শিলিগুড়ির পথে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবালাম, পুলিশ কমিশনার গৌরব শর্মা! ফের আক্রান্তের গ্রাফ উঠছে। সচেতনতায় হিলকার্ট রোডে মাস্ক বিলি! পথচলতি মানুষদের মাস্ক পড়ালেন জেলাশাসক ও সিপি! পুজোর দিনগুলিতে সচেতনতার প্রচার চলবে।