TRENDING:

Siliguri News: ডেঙ্গি নিয়ে ডামাডোল! কার জন্য ছড়াচ্ছে রোগ, জোর কাদা ছোঁড়াছুড়ি

Last Updated:
Siliguri News: ডেঙ্গি নিয়ে তৃণমূল-বিজেপি কাজিয়া, রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মেয়রের, পালটা তোপ শঙ্করের!
advertisement
1/4
ডেঙ্গি নিয়ে ডামাডোল! কার জন্য ছড়াচ্ছে রোগ, জোর কাদা ছোঁড়াছুড়ি
#শিলিগুড়ি:  শহর জুড়ে ডেঙ্গির সংক্রমণের শতকরা হার কমলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আর এই নিয়েই চলছে শাসক-বিরোধী চাপানউতোর। ডেঙ্গির নিয়ন্ত্রণ নিয়ে রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। তিনি অভিযোগ করেন, অন্তত ১০টি ওয়ার্ড রেলের এলাকার আওতাভুক্ত। সেখানে পরিত্যক্ত রেলের কোয়ার্টারে জঞ্জালের স্তূপ। জমা জল। যা ডেঙ্গি মশার বংশ বৃদ্ধির উপযুক্ত পরিবেশ। অথচ রেল নির্বিকার।
advertisement
2/4
বুধবারের ডাকা বৈঠকে যোগ দেননি রেলের কোনও আধিকারিকই। এই সময়ে যা কাম্য নয়। বৃহস্পতিবার এ নিয়ে রেলমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন তিনি। যার প্রতিলিপি উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের কাছেও পাঠানো হয়েছে। পাশাপাশি এদিন তিনি বলেন, ‘‘শহরের খাটালগুলি আদপে ডেঙ্গি মশার আঁতুরঘর। এর আগে পয়লা বৈশাখের পর শহরের বাইরে সরে যেতে বলা হয়েছিল, রাজি হয়েছিলেন খাটাল মালিকেরা। কিন্তু যায়নি। এবারে না সরলে আইন অনুযায়ি পদক্ষেপ নেওয়া হবে।’’
advertisement
3/4
তিনি এও বলেন, আগের থেকে শহরের ডেঙ্গি পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে। তবে আরও স্বাভাবিক করার লক্ষ্যেই এগোচ্ছি। সে জন্য প্রতিটি ওয়ার্ডে নজরদারি বাড়ানো হয়েছে। আজ মেয়র একাধিক ওয়ার্ড পরিদর্শন করেন। মৃতদের পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলেন।
advertisement
4/4
মেয়রের বিরুদ্ধে পালটা তোপ দাগেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, মেয়র এখোনো রাজনীতির দোষারোপের পর্ব থেকে বের হয়ে আসতে পারেননি। পুরসভার উদাসীনতা এবং পরিকল্পনার অভাবেই ডেঙ্গি বাড়ছে। মেয়রের দূরদর্শিতার অভাব রয়েছে। গাফিলতিও রয়েছে পুরসভার। রেলের প্রশ্ন যখন তুলেছেন, তখন দেখা হোক রেল অধ্যুষিত এলাকায় কত জন আক্রান্ত, আর অন্য ওয়ার্ডে কতজন আক্রান্ত। আর রেলের এলাকার ভোটারদের ভোটে জিতে ক্ষমতায় বসেছে যখন তার পরিষ্কারের দিকেও নজর দিতে হবে। খাটাল উচ্ছেদ নিয়ে পুরসভার ভূমিকাও শহরবাসী জানেন। এনিয়ে নতুন করে কিছুই বলার নেই। রাজনৈতিক চাপান উতোরের মাঝেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে উদ্বেগ। এখনও পর্যন্ত শহরের পুর এলাকায় আক্রান্তের সংখ্যা ২০৮৭ জন। Input-  Partha Pratim Sarkar
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Siliguri News: ডেঙ্গি নিয়ে ডামাডোল! কার জন্য ছড়াচ্ছে রোগ, জোর কাদা ছোঁড়াছুড়ি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল