দীর্ঘ প্রতীক্ষার অবসান! রাঙাপানিতে রেল ওভারব্রিজ নির্মাণের জন্যে ৭০ কোটি বরাদ্দ কেন্দ্রের, সুখবর দিলেন সাংসদ রাজু বিস্তা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
রেল মন্ত্রক ওভারব্রিজ নির্মাণের জন্য মোট ৬৯.৭৯ কোটি টাকা বরাদ্দ করেছে। এই বরাদ্দ আগের অনুমোদিত টাকার তুলনায় প্রায় ২০ কোটি টাকা বেশি।
advertisement
1/5

<strong>শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য:</strong> দার্জিলিঙের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র রাজু বিস্তা জানালেন, রাঙাপানি এলাকায় দীর্ঘ প্রতীক্ষিত রেল ওভারব্রিজ (ROB) নির্মাণে বড় পদক্ষেপ নিল রেল মন্ত্রক।
advertisement
2/5
রেল মন্ত্রক লেভেল ক্রসিং নম্বর NC-5 (নিঝবাড়ি–রাঙাপানি স্টেশন সংলগ্ন) এলাকার পরিবর্তে রেল ওভারব্রিজ নির্মাণের জন্য মোট ৬৯.৭৯ কোটি টাকা বরাদ্দ করেছে। এই বরাদ্দ আগের অনুমোদিত টাকার তুলনায় প্রায় ২০ কোটি টাকা বেশি।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
3/5
সাংসদ রাজু বিস্তা আরও জানান, এই প্রকল্পের সম্পূর্ণ খরচ বহন করবে ভারতীয় রেল। ইতিমধ্যেই রাজ্যের কাছে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) চেয়ে যোগাযোগ করা হয়েছে। তিনি নিজেও পশ্চিমবঙ্গ সরকারের কর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত এনওসি জারি করার অনুরোধ জানিয়েছেন।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
4/5
তিনি বলেন, “রাঙাপানি এলাকার মানুষ দীর্ঘদিন ধরে রেল ওভারব্রিজ না থাকার কারণে ভীষণভাবে ভুগছেন। যত দ্রুত সম্ভব ব্রিজ তৈরি হলে তাদের জীবনযাত্রা সহজ হবে।”(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
5/5
সাংসদ বিস্তা এই প্রকল্পকে বাস্তবায়নের পথে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)