TRENDING:

Siliguri News: বাল্মিকী মাঠে চার-ছক্কার ধামাকা! প্রথমবার ফ্রেন্ডশিপ কাপ ঘিরেই তুঙ্গে উন্মাদনা! হাজির শহরের মহারথীরা

Last Updated:
Siliguri News: শহরের ক্রীড়া মানচিত্রে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল ‘শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ’।
advertisement
1/5
শিলিগুড়ির বাল্মিকী মাঠে চার-ছক্কার ধামাকা! প্রথমবার ফ্রেন্ডশিপ কাপ ঘিরেই তুঙ্গে উন্মাদনা
শহরের ক্রীড়া মানচিত্রে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল ‘শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ’। আমরা সবাই সূর্য সেন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং কানাই লাল সেন ফাউন্ডেশনের সহযোগিতায় এবছর প্রথমবারের মতো আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতা শুরু থেকেই ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে। প্রথম বছর হওয়া সত্ত্বেও মাঠে ও মাঠের বাইরে যে উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে, তা আয়োজকদের প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে। (ছবি ও তথ্য - ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
বাল্মিকী মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। কর্পোরেশন, বার অ্যাসোসিয়েশন, ফটোগ্রাফি ইউনিট-সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী দলগুলির অংশগ্রহণে প্রতিযোগিতাটি শুধুমাত্র ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরং খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতির এক সুন্দর মিলনমেলা।
advertisement
3/5
ক্লাব সভাপতি তাণ্ডব মুখার্জী জানান, প্রথমবারের আয়োজন হওয়ায় শুরুতে কিছুটা সংশয় ছিল। তবে বিভিন্ন সংগঠন ও সমাজের নানা অংশ থেকে যেভাবে দলগুলি এগিয়ে এসেছে, তাতে স্পষ্ট যে এই উদ্যোগ শহরের ক্রীড়াপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। তাঁর কথায়, “এই টুর্নামেন্ট আমাদের কাছে শুধু প্রতিযোগিতা নয়, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার এক মাধ্যম।”
advertisement
4/5
প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি এই ধরনের ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, খেলাধুলা নতুন প্রজন্মকে সুস্থ ও সক্রিয় রাখার পাশাপাশি সামাজিক বন্ধনও মজবুত করে। তিনি জানান, ভবিষ্যতে বাল্মিকী মাঠকে আরও আধুনিক ও খেলাধুলার উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে। মাঠের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সুরক্ষা বজায় রেখে নিয়মিত ক্রীড়া কার্যকলাপ চালিয়ে যাওয়াই প্রশাসনের মূল লক্ষ্য।
advertisement
5/5
সব মিলিয়ে, প্রথম বছরেই শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপের সাফল্য আয়োজকদের নতুন উদ্যমে ভরিয়ে তুলেছে। ক্রীড়া, বন্ধুত্ব ও সামাজিক ঐক্যের বার্তা নিয়ে এই প্রতিযোগিতা আগামী দিনে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে, এমনই আশাবাদ প্রকাশ করেছেন উদ্যোক্তারা। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Siliguri News: বাল্মিকী মাঠে চার-ছক্কার ধামাকা! প্রথমবার ফ্রেন্ডশিপ কাপ ঘিরেই তুঙ্গে উন্মাদনা! হাজির শহরের মহারথীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল