শিলিগুড়িতে দিন দিন বাড়ছে চুরি-ছিনতাই! দুষ্কৃতীদের বাগে আনতে পুলিশ লাঠি ধরতেই... গ্রেফতার ৪
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
একদিকে অটোতে প্রবীণকে মারধর ও ছিনতাই, অন্যদিকে বাড়িতে চুরি - দুই ভিন্ন ঘটনার রহস্য উন্মোচন করে দুষ্কৃতীদের গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
advertisement
1/6

<strong>শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য:</strong> অটোতে তুলে প্রবীণ ব্যক্তিকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম বিশ্বজিৎ দাস (মাথাভাঙ্গা) ও পিন্টু রায় (কোচবিহার)।
advertisement
2/6
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে পাথরঘাটা থেকে এক ব্যক্তি অটো রিজার্ভ করে দার্জিলিং মোড় যান। পরে সেই অটোতেই পিসি মিত্তাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছন তিনি। ফের দার্জিলিং মোড়ের উদ্দেশ্যে রওনা হলে মহানন্দা ব্রিজের কাছে অটো থামিয়ে অটোচালক ও প্রবীণ যাত্রীর কাছ থেকে সমস্ত নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তাদের রাস্তায় ফেলে দিয়ে অটো নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
3/6
অভিযোগের ভিত্তিতে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র ধরে সোমবার রাতেই মহানন্দা ব্রিজের কাছ থেকে অটো-সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ অর্থও উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়েছে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
4/6
অন্যদিকে, সম্প্রতি এন জে পি রেল কোয়ার্টারের একটি চুরির মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গত ১৩ জুলাই ভোররাতে সেন্ট্রাল কলোনির নেতাজি ক্লাব সংলগ্ন একটি বাড়িতে নেশার ওষুধ স্প্রে করে বাড়ির সদস্যদের অচেতন করে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। আলমারির লকার ভেঙে সোনার গয়না-সহ মূল্যবান সামগ্রী লুঠ করে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
5/6
তদন্তে নেমে পুলিশ প্রথমে সঞ্জয় মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নন্দু তির্কি নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া সোনা ও রুপোর অলংকার উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
6/6
একদিকে অটোতে প্রবীণকে মারধর ও ছিনতাই, অন্যদিকে বাড়িতে চুরি - দুই ভিন্ন ঘটনার রহস্য উন্মোচন করে দুষ্কৃতীদের গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। পরপর এই সাফল্যে শহরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয় ভূমিকা ফের স্পষ্ট হল।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)