Siliguri News|| রবিবাসরীয় সকালে ঘুম ভাঙতেই ঘুমন্ত বুদ্ধ দর্শন! মুগ্ধ শিলিগুড়িবাসী, ছবিতে কাঞ্চনজঙ্ঘা দর্শন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Mount kanchenjunga visible from Siliguri: শিলিগুড়ি থেকে কাঞ্চন দর্শন! সাত সকালে কাঞ্চনে মুগ্ধ শহরবাসী। অকাল দর্শন। ভাদ্রেই ঘুমন্ত বুদ্ধ দর্শন। শিলিগুড়ি থেকে আজ ঝকঝকে, উজ্জ্বল দেখা গেল কাঞ্চনজঙ্ঘা।
advertisement
1/5

*শিলিগুড়ি থেকে কাঞ্চন দর্শন! সাত সকালে কাঞ্চনে মুগ্ধ শহরবাসী। অকাল দর্শন। ভাদ্রেই ঘুমন্ত বুদ্ধ দর্শন। শিলিগুড়ি থেকে আজ ঝকঝকে, উজ্জ্বল দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। টানা বৃষ্টি। গতকালও দিনভর আকাশের মুখ ছিল ভার। আজ মেঘের চাদর সরিয়ে ঝলমলে আকাশ। রৌদ্রজ্বল আবহাওয়া। আর সকাল থেকেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা তার অপরূপ ছটা মেলে ধরেছে। প্রতিবেদন ও ছবি: পার্থপ্রতীম সরকার।
advertisement
2/5
*শিলিগুড়ি থেকে কাঞ্চন দর্শন কার্যত অসময়ে। ঘুম ভাঙতেই ঘুমন্ত বুদ্ধের দেখা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এ দিন দেখা গিয়েছে একই ছবি। যার টানে পাহাড়ে বেড়াতে আসেন পর্যটকেরা। আজ সমতলের হাতের মুঠোয় দূরের কাঞ্চনজঙ্ঘা।
advertisement
3/5
*রবিবার সকাল থেকেই বাড়ির ছাদ কিংবা উড়ালপুলে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক পড়ে যায়। মূহূর্তেই আপলোড বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। বাস্তবিক অর্থেই রবিবাসরীয় সকালটা কাঞ্চনময়। সাধারণত শিলিগুড়ি থেকে কার্তিক মাসে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু গত বছরও এই সময়ে এর দেখা মিলেছিল। লকডাউনের জেরে দূষণ কমায় কি প্রকৃতির এই সৌন্দর্য্য?
advertisement
4/5
*লকডাউন, বিধিনিষেধের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল কলকারখানা। গাড়ি চলাচলের সংখ্যাও ছিল তুলনায় কম। যার ফলে দূষণের মাত্রা অনেকটা কমে যায়। সেই সুযোগে মাথা তুলে দাঁড়িয়েছে প্রকৃতি। আগে প্রায় অধিকাংশ সময়েই দেখা মিলতো কাঞ্চনের। কিন্তু আজ দূষণ আর বহুতলের ভারে অনেকটাই ফিকে হয়ে গিয়েছে সেই স্মৃতি।
advertisement
5/5
*ফের কোভিড নিয়ন্ত্রণে বিধিনিষেধের হাত ধরে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। যা মুগ্ধ করে তুলেছে শহরবাসীকে। আবার যেন চেনা শহর। শুধু শহর শিলিগুড়িই নয়, উত্তরবঙ্গের অন্য একাধিক জেলা থেকেও আজ দেখা মিলেছে সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘার। পাহাড়ের বিভিন্ন ভিউ পয়েন্টেও আজ সাক্ষী থেকেছে কাঞ্চন দর্শনের। পর্বতমালাকে পেছনে রেখে চলল দেদার সেল্ফি তোলা। খুশী পর্যটকেরাও। পাহাড়ে পা ফেলতেই যেন আজ পর্যটকদের বরণ করে নিল ঘুমন্ত বুদ্ধ। আবহাওয়া এরকম থাকলে আগামী কয়েকদিনও দেখা মিলতে পারে পাহাড়ের অপরূপ এই দৃশ্য।