TRENDING:

Durga Puja Travel 2021: উৎসবের মরসুমে চালু হচ্ছে কার্শিয়ং-মহানদী রেডপাণ্ডা পর্যটক স্পেশাল ট্রেন! খুশি পর্যটকরা

Last Updated:
Durga Puja Travel 2021: পর্যটনের প্রসারে এই প্রথম "ঘুম ফেস্টিভাল"! থাকছে পাহাড়কে ঘিরে একাধিক অনুষ্ঠান! 
advertisement
1/5
উৎসবের মরসুমে চালু হচ্ছে কার্শিয়ং-মহানদী রেডপাণ্ডা স্পেশাল ট্রেন! খুশি পর্যটকরা
করোনা, লকডাউনের বন্দিদশা থেকে বেরিয়ে প্রকৃতির কোলে ভেসে বেড়ানো। ঘোরার ষোলোআনা মজা লুফে নিতে প্রস্তুত পর্যটকেরা। কোভিড বিধি মেনেই চলছে যাবতীয় প্রস্তুতি। ইতিমধ্যেই পাহাড়ের হোটেল থেকে হোম স্টেগুলোয় বুকিং প্রায় শেষ, রুম পাওয়াই কার্যত দুষ্কর। পর্যটনের সঙ্গে জড়িতদের কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রয়াস চলছে। অন্তত বুকিংয়ের চাহিদা তাই বলছে। এবারে পর্যটকদের সুবিধার্থে নয়া পরিষেবা চালু করছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
advertisement
2/5
কাটিহারের ডিআরএম এসকে চৌধুরী জানান, পুজোর মধ্যেই চালু হচ্ছে "রেডপাণ্ডা" পর্যটক স্পেশাল টয়ট্রেন। কার্শিয়ং এবং মহানদী স্টেশনের মাঝে চলবে এই পরিষেবা। স্টিম ইঞ্জিনের কালো ধোঁয়া ছড়িয়ে ৮ কিলোমটার রাইডের শুভ সূচনা আগামী ১৫ অক্টোবর। চড়াই উতরাই পথের দু'ধারে মিলবে সবুজ প্রকৃতির ছোঁয়া। পাহাড়ী ঝর্ণার গা ঘেঁষে ছুটবে কু ঝিক ঝিক খেলনা গাড়ি। নয়া পরিষেবা চালুর খবরে খুশি মহানদীর বাসিন্দারা।
advertisement
3/5
স্থানীয় বাসিন্দা মঞ্জু ছেত্রী জানান, এতে এলাকায় ব্যবসা বাড়বে।শুধু তাইই নয়! দার্জিলিং ও ঘুমের মধ্যে বাড়ানো হয়েছে "জয় রাইডের" সংখ্যাও! চলতি মরসুমেই চালু করা হয়েছিল ৪টি স্টিম এবং ৪টি ডিজেল চালিত ট্রেন। উৎসবের মরসুমে পর্যটকদের চাপ কমাতে আরো ১টি করে স্টিম ও ডিজেল ইঞ্জিনের পরিষেবাও চালু করা হচ্ছে। প্রতিদিনই বহু পর্যটকলে ফেরাচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
advertisement
4/5
এবারে আর ফিরতে হবে না। কেননা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে হেরটেজ টয়ট্রেন রাইডের জনপ্রিয়তা বরাবরই আলাদা! পর্যটনের প্রসারে নয়া ভাবনা রেলেরও। এই প্রথম "ঘুম ফেস্টিভাল" চালু হচ্ছে। নভেম্বরের ১৩ তারিখ থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত হবে এই উৎসব। যা পুরোটাই পর্যটন নির্ভর। উচ্চতম স্টেশন হওয়ায় ঘুমকেই এই উৎসবের জন্যে বেছে নেওয়া হয়েছে। থাকছে পাহাড় ভ্রমন থেকে কাঞ্চনজঙ্ঘা ট্রিপ, দার্জিলিং চায়ের উৎপাদন থেকে বাইক রাইড।
advertisement
5/5
সঙ্গে স্থানীয় পাহাড়িয়া সংস্কৃতির মেলবন্ধন। জানান এনজেপির এডিআরএম সিঞ্জয় চিলওয়রওয়র।কোভিড আবহেই রেলের টয়ট্রেনকে ঘিরে নয়া প্রসারে খুশী পর্যটন ব্যবসায়ীরা। এর মধ্য দিয়ে পাহাড়মুখী পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে দাবী পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যালের। সবমিলিয়ে উৎসবের মরসুমে পর্যটনকে নতুন পথ দেখাচ্ছে রেল।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Durga Puja Travel 2021: উৎসবের মরসুমে চালু হচ্ছে কার্শিয়ং-মহানদী রেডপাণ্ডা পর্যটক স্পেশাল ট্রেন! খুশি পর্যটকরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল