Siliguri Durga Puja 2025 : শহরের বিগ বাজেট দুর্গাপুজো এক নজরে! মন্ডপে উপচে পড়া ভিড় আর চোখ ধাঁধানো আকর্ষণ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
শিলিগুড়ি দুর্গাপুজো ২০২৫ এক বিশেষ আকর্ষণ। ৫১ ফুট দুর্গা প্রতিমা থেকে শুরু করে রঙিন থিম, ঝিনুক মালা, রামেশ্বরম মন্দিরের প্রতিরূপ—সব মিলিয়ে শিলিগুড়ি পুজো মন্ডপে উৎসবের আমেজ ভরপুর। পরিবার ও বন্ধুদের সঙ্গে উপভোগ করুন প্যান্ডেল হপিং।
advertisement
1/13

ষষ্ঠী উপলক্ষে শহরের বিভিন্ন ক্লাব ও সংঘের দুর্গাপুজো উদ্বোধনের পর থেকে মন্ডপে দর্শনার্থীর ভিড় উপচে পড়েছে। এবারের পুজোয় প্রতিটি ক্লাব তাদের বিশেষ আকর্ষণ নিয়ে হাজির হয়েছে, যা দর্শকদের মুগ্ধ করছে।
advertisement
2/13
জুয়েল অ্যাথলেটিক ক্লাব – ৫৩তম বর্ষের পুজোয় দর্শক উপভোগ করেছেন “গতি” নামক আকর্ষণ।
advertisement
3/13
শিলিগুড়ি জাতীয় তরুণ সংঘ – ৫৮তম বর্ষে রয়েছে বিশেষ আকর্ষণ “মুত্র বিমূত্র”।
advertisement
4/13
স্বস্তিকা যুবক সংঘ – ৬৮তম বর্ষের পুজোয় দর্শকরা মুগ্ধ হয়েছেন উত্তরবঙ্গের সর্ববৃহৎ ৫১ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা দেখে।
advertisement
5/13
সূর্য নগর ফ্যান্সি ইয়ুথ ক্লাব – ৭৫তম বর্ষে তাদের রয়েছে রঙিন চৌদল।
advertisement
6/13
সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন – ৭১তম বর্ষে দর্শকরা উপভোগ করছেন ত্রিমাত্রিক থিম।
advertisement
7/13
পূর্বাঞ্চল দুর্গা পুজো কমিটি – ৩৬তম বর্ষের মন্ডপে উপস্থিত বিশেষ আকর্ষণ “স্বর্গ তব বধে”।
advertisement
8/13
শিলিগুড়ি অগ্রণী সংঘ – ৬৮তম বর্ষের পুজোয় দর্শকরা খুঁজে পেয়েছেন ঝিনুক মালা।
advertisement
9/13
শিলিগুড়ি ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশন – ৮০তম বর্ষে আকর্ষণ রয়েছে রামেশ্বরম মন্দির।
advertisement
10/13
চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব – ৫৮তম বর্ষের পুজো স্মরণ করিয়েছে পুরনো সেই দিনের কথা।
advertisement
11/13
উইনারস ক্লাব – ৪৯তম বর্ষে দর্শকদের নজর কেড়েছে পল্লী দুর্গা।
advertisement
12/13
শক্তিগড় সার্বজনীন দুর্গা উৎসব কমিটি – ৭৪তম বর্ষে বিশেষ আকর্ষণ ভক্তির ডি এন এ।
advertisement
13/13
শহরের বিভিন্ন মন্ডপে শিশু, যুবক ও পরিবার মিলিত হয়ে পুজোর রঙিন উৎসব উপভোগ করছেন। দর্শকরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন, আর প্রতিটি ক্লাবের বিশেষ আকর্ষণ পুরো শহরকে উৎসবমুখর পরিবেশে ভরিয়ে তুলেছে। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)