Siliguri doctor notice for Bangladesh patients: 'ভারতীয় পতাকা মাতৃসম...!' বাংলাদেশি রোগীদের দেখতে কী শর্ত দিলেন শিলিগুড়ির চিকিৎসক?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
ইএনটি বিশেষজ্ঞ হিসেবে শিলিগুড়িতে যথেষ্ট জনপ্রিয় শেখর বন্দ্যোপাধ্যায়৷ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা তো বটেই, বাংলাদেশের বাসিন্দা কিছু রোগীও তাঁর চেম্বারে ভিড় করেন৷
advertisement
1/6

ভারতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে৷ বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়ানোর পর থেকেই এমন ছবি ঘুরছে সমাজমাধ্যমে৷ যে ছবির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি৷ প্রতীকী ছবি
advertisement
2/6
যদিও এই ছবি দেখে ব্যাপক ক্ষুব্ধ ভারতীয়রা৷ এবার ভাইরাল হওয়া এই ছবির পরিপ্রেক্ষিতেই কঠোর সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ির এক নামী চিকিৎসক৷ শিলিগুড়ির ওই চিকিৎসকের নাম শেখর বন্দ্যোপাধ্যায়৷
advertisement
3/6
ইএনটি বিশেষজ্ঞ হিসেবে শিলিগুড়িতে যথেষ্ট জনপ্রিয় শেখর বন্দ্যোপাধ্যায়৷ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা তো বটেই, বাংলাদেশের বাসিন্দা কিছু রোগীও তাঁর চেম্বারে ভিড় করেন৷ সম্প্রতি নিজের চেম্বারের বাইরে একটি নোটিস লাগিয়েছেন শেখরবাবু৷
advertisement
4/6
চিকিৎসকের ওই নোটিসে লেখা হয়েছে, 'ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আসা রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।"
advertisement
5/6
চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়ের এই নোটিসকে ঘিরে এলাকায় রীতিমতো চর্চা শুরু হয়েছে৷ তবে চিকিৎসকের এই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন অধিকাংশ রোগী৷
advertisement
6/6
শেখর বন্দ্যোপাধ্যায় নিজে বলেন, 'সমাজমাধ্যমে ভারতীয় পতাকার অবমাননার ছবি দেখে আমি খুবই আহত হয়েছি৷ তার পরই এরকম কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম৷'