TRENDING:

Darjeeling Toy Train: পুজোর মরসুমেই পাহাড়ে চালু 'রেডপাণ্ডা'! টয়ট্রেনের নয়া 'ডেস্টিনেশন' হাজির...

Last Updated:
Darjeeling Toy Train: শনি ও রবিবার মিলবে এই নতুন পরিষেবা, খুশী পর্যটক মহল!
advertisement
1/6
পুজোর মরসুমেই পাহাড়ে চালু 'রেডপাণ্ডা'! টয়ট্রেনের নয়া 'ডেস্টিনেশন' হাজির...
পর্যটনের প্রসারে নয়া রেল পরিষেবা চালু করলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আজ থেকে চালু হল ট্যুরিস্ট স্পেশাল 'রেডপাণ্ডা'! কার্শিয়ং থেকে মহানদী স্টেশন পর্যন্ত ছুটবে এই নয়া ট্রেন! প্রতি সপ্তাহে দু'দিন শনি আর রবিবার চলবে এই 'রেডপাণ্ডা' টয়ট্রেন!
advertisement
2/6
কার্শিয়ং থেকে সকাল ১১টা ১৫-তে ছাঁড়বে। যাওয়ার পথে কার্শিয়ংয়ের গিদ্দা পাহাড়ের রক গার্ডেনের ভিউ পয়েন্টে ১০ মিনিটের স্পেশাল স্টপেজ! প্রকৃতিকে উপভোগ করার জন্যে! ফেরার পথেও স্টপেজ থাকছে রক গার্ডেনে। আজ কার্শিয়ং স্টেশনে নয়া পরিষেবার ফ্ল্যাগ অফ করে সূচনা করেন এনজেপির এডিআরএম সঞ্জয় চিলওয়রওয়র। ছিলেন দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর একে মিশ্রাও।
advertisement
3/6
নয়া পরিষেবায় খুশী পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা। শিলিগুড়ি থেকে দার্জিলিং কিংবা দার্জিলিং, বাতাসিয়া লুপ, ঘুমের মধ্যে সীমাবদ্ধ ছিল টয়ট্রেন পরিষেবা। পর্যটকদের কাছে কার্শিয়ং কার্যত ব্রাত্য ছিল টয়ট্রেনের পরিষেবার অভাবে। কিন্তু পুজোর মরসুমে নয়া পরিষেবা চালু করে পর্যটকদের কাছে ঘোরার নতুন ঠিকানা এনে দিল ডি এইচ আর।
advertisement
4/6
কার্শিয়ং ও মহানদী ৮ কিলোমিটার পথের ঘোরার মধ্যে ঘন্টা দুয়েকের ট্রিপ। পাহাড়ের কোল ঘেঁষে ছুটছে ট্রেন। মাঝেমধ্যেই জানালা দিয়ে উঁকি মারলেই দেখা মিলবে পাহাড়ী ঝর্ণারও! হেলতে দুলতে মহানদী আবার ফেরা! মূলত পর্যটনের প্রসারে দার্জিলিং ও ঘুমের মধ্যে 'জয় রাইড' পরিষেবার সংখ্যা বাড়ানোর পাশাপাশি শিলিগুড়ি ও রংটংয়ের মধ্যে 'জঙ্গল টি সাফারি' পরিষেবাও চালু করেছে ডি এইচ আর।
advertisement
5/6
এবারে কার্শিয়ং মহানদীর মধ্যে পর্যটকদের চাহিদা মেটাতে নতুন পরিষেবা চালু হওয়ায় বাড়তি অক্সিজেন এলো পর্যটন ব্যবসায়। ধস, কোভিড, লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল এই পরিষেবা। নিউ নর্মালে ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরছে হেরিটেজ টয়ট্রেন।
advertisement
6/6
পাহাড়ে পুজোর সময়ে বাড়ছে পর্যটকদের ভিড়। পাল্লা দিয়ে একের পর এক পরিষেবা আনছে ডি এইচ আর! কার্শিয়ংয়ে বেড়াতে এসে আজ নয়া পরিষেবা চালুর খবর পেতেই পর্যটকেরা ভিড় জমায় স্টেশনে! এ যেন তাদের কাছে এক বাড়তি পাওনা! আর তাই ফার্স্ট ডে'র ফার্স্ট ট্রিপ হাতছাড়া করেননি বেড়াতে আসা পর্যটকেরা প্রায় কেউই।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling Toy Train: পুজোর মরসুমেই পাহাড়ে চালু 'রেডপাণ্ডা'! টয়ট্রেনের নয়া 'ডেস্টিনেশন' হাজির...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল