Siliguri Christmas Celebration 2021|| বর্ষশেষের উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া শিলিগুড়ি পুলিশ, নামানো হল বাড়তি ফোর্স
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Siliguri Christmas celebration: রাত পোহালেই বড়দিন। বছর শেষের শেষ উৎসব। উৎসব মানেই অনাবিল আনন্দ সাগরে ডুবে থাকা। ইতিউতি বেড়াতে যাওয়া। পিকনিকে ডুবে থাকা। আরো কত কি! আর নতুন ইংরেজী বর্ষকে বরণ করে নেওয়ার উৎসব।
advertisement
1/7

*রাত পোহালেই বড়দিন। বছর শেষের শেষ উৎসব। উৎসব মানেই অনাবিল আনন্দ সাগরে ডুবে থাকা। ইতিউতি বেড়াতে যাওয়া। পিকনিকে ডুবে থাকা। আরো কত কি! আর নতুন ইংরেজী বর্ষকে বরণ করে নেওয়ার উৎসব। রাত জেগে উৎসবে মেতে থাকা। নাচে, গানে উৎসব পালন করা। কাল থেকে যার শুরু। প্রতিবেদন ও ছবি: পার্থ সরকার।
advertisement
2/7
*কাল গির্জায় গির্জায় প্রার্থনা হবে। কেক কাটা হবে। সান্তাক্লজের টুপি পড়ে বেড়িয়ে পড়া। বড়দিনের উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া শিলিগুড়ি পুলিশ। শহরজুড়ে দ্বিগুন করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে চার্চ থেকে জনবহুল এলাকা।
advertisement
3/7
*যেসব জায়গায় নতুন ইংরেজী নববর্ষকে বরণের উৎসব চলবে সেইসব হোটেল, পার্কে জোরদার করা হচ্ছে নিরাপত্তা। বিশেষ করে মহিলাদের নিরাপত্তার ওপর বেশী জোর দেওয়া হচ্ছে।
advertisement
4/7
*মদ্যপ অবস্থায় মোটর বাইক, গাড়ি চালানো রুখতেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি গাড়ির চালক এবং বাইক চালককে দাঁড় করিয়ে প্রয়োজনীয় চেকিং করা হচ্ছে। এনিয়ে শহরের বিভিন্ন বার মালিকদের সঙ্গে বৈঠকও করেছে পুলিশ। শহরের চার্চগুলোতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার দিকেও সমান নজর পুলিশের।
advertisement
5/7
*বড়দিনের উৎসবে শহরে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত বাহিনী। সাদা পোশাকের পুলিশের পাশাপাশি উইমেন্স স্কোয়াড, উইনার্স, ডিডি টিম বিশেষ নজরদারী চালাবে। "রোমিও" দের শায়েস্তা করতে তৎপর পুলিশ। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। শহরের বিভিন্ন এন্ট্রি পয়েন্টে নাকা তল্লাশিও শুরু করা হয়েছে।
advertisement
6/7
*শহরে ঢোকার মুখে প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে কর্তব্যরত পুলিশ কর্মীরা। সন্দেহজনক আনাগোনা দেখলেই চলছে জেরা। বাস টার্মিনাস থেকে এনজেপি স্টেশন, বাগডোগরা বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
advertisement
7/7
*শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, ৩১ ডিসেম্বর রাত পর্যন্ত শহরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন থানাকে সতর্ক করা হয়েছে। সিনিয়র অফিসারেরাও রাস্তায় নামছে। শহর লাগোয়া বিভিন্ন জেলার পুলিশ কর্তাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। দূর্ঘটনা এড়াতেও যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবে কর্তব্যরত পুলিশ কর্মীরা।