TRENDING:

শিলিগুড়ি থেকে গ্যাংটক এবার আকাশপথে ! পুজোয় ফের চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা

Last Updated:
Siliguri-Sikkim Helicopter: ভ্রমণপিপাসুদের মতে, এই পরিষেবা শুধু সময়ই বাঁচাবে না, বরং যাত্রাকেও করবে আরামদায়ক। পাহাড়ি রাস্তায় ভূমিধস ও ট্রাফিক জ্যামের দুশ্চিন্তা ছাড়াই অল্প সময়েই পৌঁছে যাওয়া যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে।
advertisement
1/5
শিলিগুড়ি থেকে গ্যাংটক এবার আকাশপথে ! পুজোয় ফের চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা
রাস্তার চিন্তা আর নেই! এবার আকাশ পথেই হবে ‘স্বর্গ রাজ্য’ ভ্রমণ। পুজোয় সিকিম ভ্রমণে পর্যটকদের জন্য সুখবর! শিলিগুড়ি–গ্যাংটক রুটে ফের চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা।
advertisement
2/5
পাহাড়ি পথ, ঝর্না, বরফ আর প্রকৃতির টানে প্রতিবছর ভিড় বাড়ে গ্যাংটক, লাচেন, লাচুং এবং গুরুডংমারে। কিন্তু ভূমিধস, যানজট আর দীর্ঘ রাস্তার ঝক্কি অনেক সময়েই আনন্দে ভাঁটা ফেলে। তবে এ বছর সেই সমস্যার বড় সমাধান নিয়ে এল সিকিম পর্যটন দফতর।
advertisement
3/5
সম্প্রতি ফের চালু হল শিলিগুড়ি–গ্যাংটক হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে যাবেন পর্যটকরা। পরিষেবাটি চালু করেছে সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং স্কাইওয়ান এয়ারওয়েজ লিমিটেড। এর আগে ২০২৩ সালের মার্চে ২৩ আসনের এমআই-১৭২ বড় কপ্টার নামানো হলেও খারাপ আবহাওয়ায় উড়তে না পারা এবং নির্দিষ্ট পর্যটন কেন্দ্রে নামার অসুবিধার কারণে প্রায় ২০ কোটি টাকার লোকসান গুনতে হয়েছিল দফতরকে। সেই ভুলের পুনরাবৃত্তি এড়াতেই এবার বেছে নেওয়া হয়েছে ছোট হেলিকপ্টার।
advertisement
4/5
ইতিমধ্যেই সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। পর্যটন দফতর আশাবাদী, ছোট কপ্টার হওয়ায় এর পরিষেবা আরও সহজ, দ্রুত এবং কার্যকর হবে। বিশেষ করে যারা সীমিত সময়ে ভ্রমণ পরিকল্পনা করেন, তাদের জন্য এটি বাড়তি স্বস্তি আনবে। একই সঙ্গে গ্যাংটক থেকে লাচেন–লাচুং–গুরুডংমার মতো পর্যটন কেন্দ্রেও পৌঁছনো আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
advertisement
5/5
ভ্রমণপিপাসুদের মতে, এই পরিষেবা শুধু সময়ই বাঁচাবে না, বরং যাত্রাকেও করবে আরামদায়ক। পাহাড়ি রাস্তায় ভূমিধ্স ও ট্র্যাফিক জ্যামের দুশ্চিন্তা ছাড়াই অল্প সময়েই পৌঁছে যাওয়া যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। পুজোর মরশুমে তাই সিকিম ভ্রমণের আনন্দে যোগ হল নতুন রঙ। আকাশপথে পাহাড় দেখা—এবারের পুজোয় সেটাই হতে চলেছে সিকিম ট্যুরিজমের সবচেয়ে বড় আকর্ষণ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
শিলিগুড়ি থেকে গ্যাংটক এবার আকাশপথে ! পুজোয় ফের চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল