Sikkim Rain Landslide Update: টানা বৃষ্টিতে ফের ধস, বাড়ছে তিস্তার জল-ভাসছে দেহ! সিকিমের ভয়াবহ পরিস্থিতি
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Sikkim Rain Landslide Update: টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। ধস নেমেছে সিকিমের একাধিক এলাকায়। দার্জিলিং-কালিম্পং রোডের উপর দিয়ে বইছে তিস্তা।
advertisement
1/5

ফের বিপর্যয় নেমে এল সিকিমে। এক নাগারে বৃষ্টির জেরে সেখানে ধস নেমে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি।
advertisement
2/5
গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে সিকিমের পাহাড়ে। ফুঁসছে তিস্তার নদী। প্রবল বেগে জল বইছে। ভাঙছে পাড়ও। প্রতি মুহূর্তের জলস্তর বেড়ে চলেছে। জলের তোড়ে রাস্তা ভাঙতে শুরু করেছে।
advertisement
3/5
টানা বৃষ্টিতে চরম বিপর্যয়ে সিকিম। ধস নেমেছে বহু এলাকায়। মাঝিটারের উল্টোদিকে মামরিং হয়ে ঝুলুংয়ে এবং সমরদুংয়ের সংযোগকারী রাস্তাটি সম্প্রতি ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
advertisement
4/5
জলের তোড়ে সিকিমের দিক থেকে মৃতদেহ ভেসে আসা খবর মিলেছে। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তা। যান চলাচল বন্ধ করা হয়েছে ওই রাস্তায়।
advertisement
5/5
উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সিকিমের অন্যতম পর্যটনকেন্দ্র মেঙ্গলি, ইয়াংগাং, নামচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।