Sikkim NH 10: ৬ দিন পর খুলল NH-10, লাইফ লাইন খোলায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি, ড্রাইভারদের জন্য সতর্ক থাকার নির্দেশ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Sikkim NH 10: ৬ দিন পর খুলল NH-10, শিলিগুড়ি-সিকিম পথে স্বস্তি
advertisement
1/5

সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : অবশেষে টানা ছয় দিন পর আংশিক স্বস্তি মিলল সিকিমগামী যাত্রী ও ব্যবসায়ীদের। পাহাড়ি ধস ও টানা বৃষ্টির কারণে বন্ধ থাকার পর রবিবার বিকেল থেকে খুলে দেওয়া হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার একমাত্র লাইফলাইন হওয়ায় এতদিন যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী, পর্যটক ও ব্যবসায়ীদের।
advertisement
2/5
বিগত কয়েকদিন ধরে এনএইচ-১০–এর একাধিক জায়গায় ধস নামায় বন্ধ ছিল যান চলাচল। রাজ্য সড়ক দপ্তর ও বর্ডার রোড অর্গানাইজেশন (BRO)-এর কর্মীরা দিন-রাত এক করে ধস সরিয়ে সড়ক পরিষ্কার করেন। রবিবার বিকেল থেকে পুনরায় যান চলাচল শুরু হলেও, ঝুঁকি থেকেই যাচ্ছে। পাহাড়ের নরম মাটি ও অনবরত বৃষ্টির কারণে যে কোনও মুহূর্তে ফের ধস নামার আশঙ্কা রয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
যাত্রী ও গাড়িচালকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। আপাতত সমস্ত গাড়িকেই অনুমতি দেওয়া হয়েছে ওই রাস্তায় চলাচলের। তবে বড় ট্রাক বা ভারী যানবাহনকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রাস্তা বন্ধ থাকার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য, সবজি থেকে শুরু করে জ্বালানির সরবরাহে ঘাটতি দেখা দিয়েছিল। ফলে সিকিমের বাজারে দামে অস্থিরতা তৈরি হয়। রাস্তা খুলে যাওয়ায় স্বস্তি ফিরেছে ঠিকই, তবে ফের ধস নামার আশঙ্কায় অনিশ্চয়তা কাটেনি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
টানা ছয় দিন বন্ধ থাকার পর NH-10 খোলায় আপাতত স্বস্তি মিললেও ঝুঁকি রয়ে গেছে অটুট। প্রশাসন ও BRO পরিস্থিতির ওপর নজর রাখছে। পাহাড়ি বৃষ্টি অব্যাহত থাকলে ফের বন্ধ হয়ে যেতে পারে বাংলা-সিকিমের একমাত্র সড়ক যোগাযোগ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য