TRENDING:

Sikkim News: ১৭ হাজার ফুট উচ্চতায় ত্রিশক্তির জয়যাত্রা! হিমালয়ের দুর্গম পথ পেরিয়ে রুট মার্চ ভারতীয় সেনার

Last Updated:
Sikkim News: হিমালয়ের শীতল হাওয়া, তুষারঝড় আর খাড়া পাহাড়ি পথ—সবকিছুকে সঙ্গী করে এগিয়ে চলল ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রুট মার্চ অবশেষে শেষ হলো, যেখানে সেনারা পৌঁছে গেলেন প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায়।
advertisement
1/5
১৭ হাজার ফুট উচ্চতায় ত্রিশক্তির জয়যাত্রা! হিমালয়ের দুর্গম পথ পেরিয়ে রুট মার্চ ভারতীয়
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : হিমালয়ের শীতল হাওয়া, তুষারঝড় আর খাড়া পাহাড়ি পথ—সবকিছুকে সঙ্গী করে এগিয়ে চলল ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রুট মার্চ অবশেষে শেষ হলো, যেখানে সেনারা পৌঁছে গেলেন প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায়।
advertisement
2/5
ছয় দিন ছয় রাত ধরে চলা এই অভিযাত্রা ছিল এক কথায় সহনশক্তি, সাহস ও দলগত মানসিকতার পরীক্ষা। প্রতিটি সেনা বহন করছিলেন নিজের সম্পূর্ণ যুদ্ধসামগ্রী—অস্ত্রশস্ত্র, সরঞ্জাম ও বেঁচে থাকার ন্যূনতম উপকরণ। যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিবেশ তৈরি করার জন্যই এই কষ্টকর যাত্রার আয়োজন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
সেনা কর্তৃপক্ষের মতে, আধুনিক প্রযুক্তি, ড্রোন ও স্মার্ট লজিস্টিক্স থাকলেও, কঠিন পরিস্থিতিতে ভরসা করতে হয় মানুষের শরীর ও মনের দৃঢ়তায়। তাই এমন রুট মার্চ কেবল অনুশীলন নয়, বরং যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুতির অপরিহার্য অংশ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
এই প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা, জিওসি, ত্রিশক্তি কর্পস বলেন— “প্রযুক্তি আমাদের শক্তি বাড়ায়, কিন্তু যুদ্ধ জেতার আসল উপাদান হলো সেনার সাহস ও ঐক্য। এই মার্চ আমাদের নিশ্চিত করেছে যে আমরা কঠিনতম পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
ত্রিশক্তি কর্পসের এই সাফল্য প্রমাণ করে, পূর্ব হিমালয়ের সীমান্ত রক্ষায় ভারতীয় সেনারা সব সময় সতর্ক, দৃঢ়প্রতিজ্ঞ ও অদম্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim News: ১৭ হাজার ফুট উচ্চতায় ত্রিশক্তির জয়যাত্রা! হিমালয়ের দুর্গম পথ পেরিয়ে রুট মার্চ ভারতীয় সেনার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল