TRENDING:

Sikkim News: ট্যুরিস্টদের জন্য ধামাকা খবর, এক মাসের বেশি বন্ধ থাকার পর খুলে গেল এই হাইওয়ে

Last Updated:
Sikkim News:অবশেষে চালু সিকিম বাংলা লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক! ভারী যানচলাচলের ক্ষেত্রে রয়েছে কিছু নিষেধাজ্ঞা
advertisement
1/7
ট্যুরিস্টদের জন্য ধামাকা খবর, এক মাসের বেশি বন্ধ থাকার পর খুলে গেল এই হাইওয়ে
শিলিগুড়ি: প্রায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর খুলে গেল শিলিগুড়ি-সিকিম জাতীয় ১০ নম্বর জাতীয় সড়ক। মাঝে একবার খোলা হলেও পরদিনই তা আবার নতুন করে ধস নেমে বন্ধ হয়ে যায়।
advertisement
2/7
অবশেষে দীর্ঘদিন পর ফের খুলে দেওয়া হল সিকিমের লাইফলাইন এই সড়ক। আপাতত দুর্যোগের প্রকোপ কমেছে। ফলে পরিস্থিতি নতুন করে ধস নামার সম্ভাবনাও কম। এই পরিস্থিতিতে পুজোর আগে স্বাভাবিক হবে বলে আশাবাদী ট্যুরিজম সার্কিট।
advertisement
3/7
রংপো চেকপোস্ট থেকে মেল্লিবাজার, চিত্রে, রবিঝোরা, তিস্তা বাজার, ২৯ মাইল হয়ে কালিম্পং জেলা সীমানা পর্যন্ত গোটা রাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েনের পরামর্শও দেওয়া হয়েছে। সমস্ত বড় যানবাহন ঘুরপথে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।তবে চালু হলেও আপাতত ছোট গাড়িকেই অনুমতি দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন।
advertisement
4/7
কালিম্পং-এর জেলা ম্যাজিস্ট্রেট, বালাসুব্রামানিয়ান টি ১০ নম্বর জাতীয় সড়ক এবং কালিম্পং জেলার অভ্যন্তরীণ রাস্তাগুলিতে যানবাহন চলাচল সীমিত এবং অন্য দিকে সরিয়ে দেওয়ার আদেশ জারি করেছেন।
advertisement
5/7
১০ নম্বর জাতীয় সড়ক হয়ে সেতি ঝোরা থেকে রংপু পর্যন্ত সমস্ত ভারী যানবাহন চলাচল সীমিত থাকবে । গোরুবাথান পান্ডারা থেকে রেশি এবং কালিম্পং সহ নির্দিষ্ট রুট থেকে ৮ টনের বেশি যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। রাবি ঝোরা থেকে তিস্তা বাজার পর্যন্ত SH-12 রাস্তা ভাঙ্গার কারণে ভারী যানবাহনের জন্য বন্ধ রয়েছে।
advertisement
6/7
ছোট যানবাহন এবং মিনিবাসগুলি (৩২টি আসন পর্যন্ত) ১০ নম্বর জাতীয় সড়ক এ সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভ্রমণ করতে পারে। ছোট যানবাহন কালিম্পং থেকে SH-12 হয়ে দার্জিলিং যেতে পারে। সিকিম যাওয়ার পথে ৩২ আসনের উপরে পণ্যবাহী যান এবং বাসগুলিকে অবশ্যই রেশি-পেডং-আলগারাহ-লাভা-গোরুবাথান রুটে যেতে হবে।
advertisement
7/7
কালিম্পং টাউনের পথে ৮ টন পর্যন্ত ভারী যানবাহনগুলি রাত ৯ টা থেকে সকাল ৬ টার মধ্যে আলগারাহ থেকে কালিম্পং পর্যন্ত যেতে পারে। Input- Anirban Roy
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim News: ট্যুরিস্টদের জন্য ধামাকা খবর, এক মাসের বেশি বন্ধ থাকার পর খুলে গেল এই হাইওয়ে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল