Sikkim News : দশমীর দিনে ভোগান্তি, টানা বৃষ্টি ও ধসে উত্তর সিকিমে রাস্তা বন্ধ
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তায়, যা এখনও পুরোপুরি অবরুদ্ধ। তবে আশার কথা, লাচেন থেকে থাঙ্গু এবং থাঙ্গু থেকে গুরুডোংমার পর্যন্ত রাস্তায় চলাচল স্বাভাবিক রয়েছে
advertisement
1/6

সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : উত্তর সিকিমে টানা বৃষ্টি ও পাহাড়ি ধসের জেরে একাধিক সড়কপথ ক্ষতিগ্রস্ত। মাঙ্গান থেকে চুংথাং হয়ে বিভিন্ন গন্তব্যে গাড়ি চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে।
advertisement
2/6
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাঙ্গান থেকে গ্যাংটক যাওয়ার রাকডং-টিনটেক রোড এখন সম্পূর্ণ চালু থাকলেও, ফোডং রোড দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন চলাচল করছে। অন্যদিকে, মাঙ্গান–চুংথাং সংযোগকারী তিনটি গুরুত্বপূর্ণ রুট প্রায় অচল।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
টুং-নাগা নতুন রাস্তা একাধিক ধস ও সিঙ্কিং জোনের কারণে বন্ধ। রিংখোলা এলাকায় ফিডাং–সাংলালাং রোড ধসে বন্ধ হয়ে আছে। সাংলালাং–শিপগিয়ার রোড এডিএমএস অঞ্চলে আটকে রয়েছে, যদিও সেখানে উদ্ধার ও পুনর্গঠন প্রক্রিয়া চলছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তায়, যা এখনও পুরোপুরি অবরুদ্ধ। তবে আশার কথা, লাচেন থেকে থাঙ্গু এবং থাঙ্গু থেকে গুরুডোংমার পর্যন্ত রাস্তায় চলাচল স্বাভাবিক রয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
অন্যদিকে, চুংথাং থেকে লাচুং পর্যন্ত রাস্তা পুরোপুরি পরিষ্কার, ফলে পর্যটকরা স্বস্তি পেয়েছেন। এখান থেকে লাচুং-ইয়ুমথাং এবং ইয়ুমথাং-ডঙ্কিলা পর্যন্ত রাস্তাও চলাচলের উপযোগী। এছাড়াও, মাঙ্গান থেকে দিকচু রোডও খোলা রয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
আজকের আবহাওয়া পরিস্থিতি মেঘলা থাকলেও, নতুন ধস নামার আশঙ্কা অস্বীকার করা যাচ্ছে না। প্রশাসন পর্যটক ও স্থানীয়দের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে সতর্কবার্তা জারি করেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য