TRENDING:

Sikkim Landslide: উত্তরবঙ্গের রাস্তা বন্ধ! NH-১০-এ আটকে একের পর এক গাড়ি, কবে খুলবে রাস্তা? জানুন

Last Updated:
Sikkim Landslide: বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন! ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে যান চলাচল। আজ রাত ১২'টা পর্যন্ত বন্ধ! ২৭ এবং ২৯ মাইলে ধসের জেরে জাতীয় সড়ক সংকীর্ণ! একমুখী যান চলাচল করছিল ওই এলাকা দিয়ে, যা যথেষ্ট ঝুঁকির! তাই সংস্কারের জন্য নিয়া নির্দেশিকা জারি NHIDCL কর্তৃপক্ষের।
advertisement
1/5
উত্তরবঙ্গের রাস্তা বন্ধ! NH-১০-এ আটকে একের পর এক গাড়ি, কবে খুলবে রাস্তা? জানুন
*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: জাতীয় সড়ক ১০ (NH-10)-এ যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)। নিরাপত্তাজনিত কারণে ২১ অগাস্ট দুপুর বারো'টা থেকে রাত ১১ঃ৫৫ মিনিট পর্যন্ত সেভক (০ কিমি) থেকে রংপো (৫২.১ কিমি) পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
advertisement
2/5
*ফের বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন! ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে যান চলাচল। আজ রাত ১২'টা পর্যন্ত বন্ধ! ২৭ এবং ২৯ মাইলে ধসের জেরে জাতীয় সড়ক সংকীর্ণ! একমুখী যান চলাচল করছিল ওই এলাকা দিয়ে, যা যথেষ্ট ঝুঁকির! তাই সংস্কারের জন্য নিয়া নির্দেশিকা জারি NHIDCL কর্তৃপক্ষের। ১০ নং জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন। চরম দূর্ভোগ মাঝপথে আটকে থাকা যাত্রী ও পর্যটকদের।
advertisement
3/5
*এই সময়ে কোরোনেশন ব্রিজ থেকে চিত্রে (৩০ কিমি) পর্যন্ত এবং সেভক থেকে রংপো পর্যন্ত সব ধরনের ছোট-বড় যানবাহন রাস্তায় নামতে পারবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ ও বিকল্প রুটের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
advertisement
4/5
*NHIDCL-এর তরফে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
advertisement
5/5
*এদিনের এই সিদ্ধান্তে দার্জিলিং, কালিম্পং, সিকিমমুখী যাত্রী ও গাড়িচালকদের ভোগান্তি বাড়তে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim Landslide: উত্তরবঙ্গের রাস্তা বন্ধ! NH-১০-এ আটকে একের পর এক গাড়ি, কবে খুলবে রাস্তা? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল