TRENDING:

Sikkim Landslide: কোনও রাস্তা নেই, টানা বৃষ্টিতে রাস্তার উপরে বইছে নদী! সিকিমের লাইফলাইন NH10-এর ভয়াবহ রূপ

Last Updated:
Sikkim Landslide: বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত এনএইচ-১০, মেলি ও কিরনিতে রাস্তা ধসে বন্ধ ভারী যান চলাচল! গত রাতের টানা ভারী বর্ষণে ফের বিপর্যস্ত হল জাতীয় সড়ক ১০ (NH10)।
advertisement
1/6
কোনও রাস্তা নেই, টানা বৃষ্টিতে রাস্তার উপরে বইছে নদী! সিকিমের লাইফলাইন NH10-এর ভয়াবহ রূপ
বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত এনএইচ-১০, মেলি ও কিরনিতে রাস্তা ধসে বন্ধ ভারী যান চলাচল! গত রাতের টানা ভারী বর্ষণে ফের বিপর্যস্ত হল জাতীয় সড়ক ১০ (NH10)।
advertisement
2/6
সিকিমের প্রাণসঞ্চারী এই রাস্তাটির দুটি গুরুত্বপূর্ণ অংশ—মেলি ও কিরনি—মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে রাস্তায় পিচ, সরে গিয়েছে মাটি। ফলে আপাতত ওই অঞ্চলে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন।
advertisement
3/6
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেলি ও কিরনিতে রাস্তার একাধিক অংশে ফাটল দেখা দিয়েছে, কোথাও কোথাও পুরো রাস্তা ভেঙে গিয়েছে। এই অবস্থায় যে কোনও ধরনের ভারী যানবাহনের চলাচল আরও বিপদের আশঙ্কা তৈরি করতে পারে।
advertisement
4/6
একইসঙ্গে, লিখুবিরের কাছে বড়সড় পাথরধসের ঘটনা ঘটেছে। রাস্তার উপরে জমে উঠেছে পাথর ও ধ্বংসাবশেষ। ঝুঁকি এড়াতে দ্রুত সেখানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা ও সড়ক মেরামতি দল। চলছে মাটি সরানোর কাজ, তবে প্রাকৃতিক বাধায় গতি কিছুটা ধীর।
advertisement
5/6
স্থানীয় এক ট্রাক চালক বলেন, “এই রাস্তাটাই আমাদের জীবিকা। বন্ধ থাকলে খাবার, জ্বালানি-- সব কিছু আটকে যায়।’’ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও চালকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব মেরামতির কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। (Reporter-- SUROJIT DEY)
advertisement
6/6
এখন বর্ষার শুরু, সামনে আরও বিপদ লুকিয়ে থাকতে পারে। তাই প্রশাসন এবং স্থানীয়রা এখন আরও সতর্ক, আরও প্রস্তুত। (Reporter-- SUROJIT DEY)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim Landslide: কোনও রাস্তা নেই, টানা বৃষ্টিতে রাস্তার উপরে বইছে নদী! সিকিমের লাইফলাইন NH10-এর ভয়াবহ রূপ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল