Sikkim Landslide: রাস্তাই হয়ে উঠছে মরণফাঁদ! ফের ধস সিকিম কালিম্পংয়ের একাধিক জায়গায়, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Sikkim Landslide: কালিম্পংয়ের লিকুভিরে ধসের ঘটনায় ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে । শিলিগুড়ি থেকে সিকিমগামী গাড়ি করোনেশন সেতু হয়ে রঙপো দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ।
advertisement
1/6

পাহাড়ে টানা বৃষ্টির জেরে ফের ধস নামল জাতীয় সড়কে । বন্ধ করে দেওয়া ১০ নম্বর জাতীয় সড়ক ।সম্পূর্ণ বন্ধ বাংলা-সিকিমের এই লাইফলাইন ।
advertisement
2/6
মাঝে ছোট গাড়ি জাতীয় সড়ক দিয়ে চলাচল শুরু করলেও, রবিবার সকালে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় ।
advertisement
3/6
রবিবার সকালে কালিম্পংয়ের লিকুভিরে ১০ নম্বর জাতীয় সড়কের উপর বড় বড় পাথর গড়িয়ে পরতে শুরু করে । এতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
advertisement
4/6
নতুন করে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেয় প্রশাসন । একইভাবে ১০ নম্বর জাতীয় সড়ক ধরে কিরনে থেকে মল্লি যাওয়ার পথও ধসের কারণে বন্ধ হয়ে যায় ।
advertisement
5/6
এছাড়াও এদিন সকালে ভালুখোলায় ধসের ঘটনা ঘটে । তবে কয়েক ঘণ্টার মধ্যে প্রশাসন তৎপরতার সঙ্গে ধস সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে ৷
advertisement
6/6
অন্যদিকে, মঙ্গন থেকে গ্যাংটক ও মঙ্গন থেকে সিংথাম যাওয়ার রাস্তায় একাধিক জায়গায় ধসের কারণে রাস্তা বন্ধ রয়েছে ৷