Sikkim Landslide Latest News: ভয়াবহ পরিস্থিতি সিকিমের; রাস্তায় বইছে তিস্তার জল, মঙ্গনে ধসে আটকে লাশ! দেখুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Sikkim Landslide Latest News: বৃষ্টির জেরে সিকিমের একাধিক এলাকায় পাহাড় থেকে ধস নেমেছে। উত্তর সিকিমে মঙ্গন-এর রাস্তা ধসে গিয়েছে। নিখোঁজ বহু।
advertisement
1/6

বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ, সিকিম জুড়ে অতিভারী বৃষ্টি হচ্ছে। তার জেরে জল বাড়ছে তিস্তা নদীতে। আর সেই জল বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে। জলস্তর বাড়ায় তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ।
advertisement
2/6
তিস্তার জলস্তর এতটাই বেড়েছে যে দক্ষিণ সিকিমের মল্লি স্টেডিয়ামের উপর দিয়ে জল বয়ে চলেছে। পরিস্থিতি মোকাবিলায় সিকিম প্রশাসন সব রকম ভাবে চেষ্টা করছে। যে সকল জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে সেই জায়গা পুনরায় ঠিক করার চেষ্টা করা হচ্ছে।
advertisement
3/6
শুধু তাই নয়, বৃষ্টির জেরে সিকিমের একাধিক এলাকায় পাহাড় থেকে ধস নেমেছে। উত্তর সিকিমে মঙ্গন-এর রাস্তা ধসে গিয়েছে। ডিজঙ্গু এলাকায় যাওয়ার রাস্তা কার্যত নেই। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ টিরও বেশি বাড়ি।
advertisement
4/6
প্রশাসন সূত্রে খবর, মঙ্গনের কাছে পাকশেপ বলে এলাকায় দু'জন এখনও নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, আম্বিথাং এ তিন জন এখনও নিখোঁজ। সংকলাং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সিকিমে মোবাইল নেটওয়ার্ক সমস্যা।
advertisement
5/6
প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং ক্ষয়ক্ষতি কমানোর জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসক হেম কুমার ছেত্রী জেলার সমস্ত বিভাগের প্রধানদের সঙ্গে একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।
advertisement
6/6
ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য মংশিলা ডিগ্রি কলেজের কাছে জাতীয় সড়কে একটি সিবি মেশিন ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে দুর্যোগ অব্যাহত। বৃষ্টি বন্ধ না হলে দুর্যোগ আরও বেশ কয়েকদিন চলবে বলেও মনে করা হচ্ছে।