Sikkim Landslide: মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট ধস সিকিমে, ভয়ঙ্কর পরিস্থিতি! পায়ে হেঁটে পাহাড় থেকে নামছেন পর্যটকেরা
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Sikkim Landslide: জানা গিয়েছে লাচেনে আটকে রয়েছেন ১১৫ জন পর্যটক, লাচুংয়ে আটকে রয়েছেন ১৩৫০ জন পর্যটক। ধীরে ধীরে শুরু হয়েছে উদ্ধারকাজ। দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি...
advertisement
1/5

ধস নামল পাহাড়ে, বন্ধ সড়কপথ-- সিকিমে আটকে হাজারেরও বেশি পর্যটক। উত্তর সিকিমের লাচেন ও লাচুংয়ে প্রবল বৃষ্টির ফলে ধস নেমে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। দুই জায়গায় আটকে রয়েছেন প্রায় ১৫০০ পর্যটক। প্রশাসন আপাতত হোটেলেই থাকতে বলেছে পর্যটকদের।
advertisement
2/5
মঙ্গনে মেঘভাঙা বৃষ্টি, বিদ্যুৎ ও জলের হাহাকার। প্রবল বর্ষণে সিকিমের মঙ্গনে বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় ২৪ ঘণ্টা পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। মোবাইল নেটওয়ার্কও ছিল বিপর্যস্ত।
advertisement
3/5
যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে সিকিম প্রশাসন। রাস্তা খোলার জন্য যুদ্ধকালীন ভিত্তিতে চলছে উদ্ধার ও পরিকাঠামো মেরামতির কাজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়া একটু স্বাভাবিক হলেই আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার চেষ্টা হবে।
advertisement
4/5
বন্ধ পর্যটন পারমিট, শনিবার ও রবিবার উত্তর সিকিমের কোনও পর্যটন পারমিট ইস্যু করা হয়নি। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।
advertisement
5/5
সিকিমের মঙ্গনের সূত্রে জানা গিয়েছে লাচেনে আটকে রয়েছেন ১১৫ জন পর্যটক, লাচুংয়ে আটকে রয়েছেন ১৩৫০ জন পর্যটক। তিনি বলেছেন, একাধিক জায়গায় ধসের কারণে দুই জায়গা থেকেই বেরনোর রাস্তা বন্ধ। এই কারণেই যতক্ষণ না রাস্তা খুলছে, ততক্ষণ পর্যটকদের হোটেলে থাকতে বলা হচ্ছে।খাবার ও পরিষেবা যতটা সম্ভব ঠিক রাখা হচ্ছে। তবু, পাহাড়ে আবদ্ধ থাকার এক অস্বস্তিকর অনুভূতি যেন ঘিরে রয়েছে সবাইকে।