Sikkim Floods: বেড়াতে গিয়ে ভয়ানক অবস্থা পর্যটকদের, লাগাতার চরম বৃষ্টি, সিকিমে যেন মৃত্যুপুরী, ধসে মৃত ৬, উত্তর সিকিমে আটকে বহু
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Sikkim Floods: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম।উত্তর সিকিমের লাচুং-লাচেন সহ একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এখনও পর্যন্ত ১৫০০ পর্যটক আটকে পড়েছেন। মৃত্যু হয়েছে ৬ জনের। ধসের জেরে বহু রাস্তা বন্ধ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। তিস্তার জল প্লাবিত একাধিক এলাকা।
advertisement
1/10

সিকিম: একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের জনজীবন। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে। মংগন এলাকায় হড়পা বানে পাঁচ জনের ভেসে যাওয়ার খবর মিলেছিল।
advertisement
2/10
টানা বৃষ্টির জেরে একের পর এক রাস্তা ধরে গিয়েছে উত্তর সিকিমে লাচুং এবং চুংথাঙ্গমিলিয়ে আটকে পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক।
advertisement
3/10
ধসের জেরে একের পর এক বাড়ি ঘসে যাওয়ার মাটি চাপা পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ২৫ জন।
advertisement
4/10
ধস নেমে, সেতু ভেঙে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে লাচুং, লাচেন-সহ সিকিমের বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। উদ্ধারকাজেও তাই সমস্যা হচ্ছে।
advertisement
5/10
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে যেসব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে।
advertisement
6/10
উদ্ধার কাজে প্রশাসনিক কর্মীদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও। সংকলন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পর্যটকদের কিভাবে গ্যাংটক এ ফিরিয়ে আনা হবে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের।
advertisement
7/10
বাইসনের সাহায্য পাওয়া গেলেও আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত যে হেলিকপ্টার উঠতে পারবেনা তা বুঝতে পারছেন অঙ্গন জেলা প্রশাসনের কর্তারা। বর্তমানে সেনার সাহায্যে রাস্তা এবং অস্থায়ীভাবে সংকলনের সেতু তৈরি করে পর্যটকদের ফিরিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে।
advertisement
8/10
আবহাওয়ার পরিবর্তন যে এখনই ঘটছে না তাই একেবারে স্পষ্ট আর তাতেই দশ নম্বর জাতীয় সড়কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে মল্লি, ২৮ মাইল ২৭ মাইল সহ একাধিক জায়গায় জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ।তার জন্য মল্লি থেকে চিত্রে, মল্লি থেকে ২৯ মাইল সহ কয়েকটি জায়গায় এখন যান চলাচলের একটা জারি করা হয়েছে।
advertisement
9/10
পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যালের কথায়, 'এখনও পর্যন্ত উত্তর সিকিমে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় অনেক পর্যটক ওখানে আটকে রয়েছে আমরা সরকারের সঙ্গে কথা বলে সমস্ত রকম ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছি।'
advertisement
10/10
পরিস্থিতি মোকাবিলায় এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কাজ শুরু করে দেওয়ার দাবি তুলছেন পর্যটন ব্যবসায়ীরা। Input- Anirban Roy