TRENDING:

Sikkim News: ক্রিসমাসের আগেই পর্যটকদের জন্য বড়সড় সুখবর! চো-লা ও ডোক-লা খুলে সিকিমে শুরু ‘ব্যাটলফিল্ড ট্যুরিজম’

Last Updated:
Tourism : ডোক-লা পাস চুম্বি উপত্যকার অন্তর্গত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এর উত্তরে চিনের ইয়াদং কাউন্টি এবং পূর্বে ভুটানের হা জেলা অবস্থিত।
advertisement
1/5
ক্রিসমাসের আগেই পর্যটকদের জন্য বড়সড় সুখবর! চো-লা ও ডোক-লা খুলে দিল সিকিম
ক্রিসমাস এর আগেই দারুণ সুখবর ভ্রমণপিপাসুদের জন্য! বাইক ট্রেক করে এবার পাহাড় ভ্রমণ হবে আরও অ্যাডভেঞ্চারাস। প্রস্তুতি শুরু হয়েছিল পুজোর আগেই। আর এবার হল উদ্বোধন। সিকিমে ‘ব্যাটলফিল্ড ট্যুরিজম’-এর সূচনা হল। চো-লা ও ডোক-লা খুলে গেল পর্যটকদের জন্য।
advertisement
2/5
ক্রিসমাস এবং নতুন বছরের উৎসবের আগেই পর্যটন মানচিত্রে নতুন অধ্যায় যোগ করল সিকিম। ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চো-লা ও ডোক-লা পাসে ‘ব্যাটলফিল্ড ট্যুরিজম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ওরফে গোলে। তিনি নিজে পতাকা দেখিয়ে গাড়ি ও বাইকের কনভয়কে যাত্রার সূচনা করান। উদ্বোধনের দিনে মোট ২৫টি গাড়ি ও ২৫টি বাইক চো-লা ও ডোক-লা পাসের উদ্দেশে রওনা দেয়।
advertisement
3/5
সিকিম পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারতীয় সেনাবাহিনী ও একাধিক বেসামরিক দফতরের সঙ্গে যৌথভাবে এই দুই যুদ্ধক্ষেত্র পর্যটকদের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছিল। ইতিমধ্যেই সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে, যেখানে পর্যটকদের একটি দল অংশ নেয়।পর্যটন দফতরের আধিকারিকরা জানান, চো-লা এলাকায় এখনও সম্পূর্ণ পরিকাঠামো গড়ে না উঠলেও পর্যটকদের থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে পরিকাঠামো উন্নয়নের কাজ করা হবে
advertisement
4/5
ডোক-লা পাস চুম্বি উপত্যকার অন্তর্গত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এর উত্তরে চিনের ইয়াদং কাউন্টি এবং পূর্বে ভুটানের হা জেলা অবস্থিত। ২০১৭ সালে ডোক-লা মালভূমিতে চিনের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ভারত ও চিনা সেনার মধ্যে ৭৩ দিন ধরে উত্তেজনাপূর্ণ মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছিল। এই এলাকা শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ থেকে একশো কিলোমিটারেরও কম দূরে।
advertisement
5/5
অন্যদিকে, সারা বছর বরফে ঢাকা চো-লা পাস ১৯৬৭ সালে ভারত ও চিনা বাহিনীর সংঘর্ষের সাক্ষী। এভারেস্ট অঞ্চলের কাছাকাছি অবস্থিত এই উচ্চতম গিরিপথটি দীর্ঘদিন ধরেই ইতিহাস ও রোমাঞ্চপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র।এই দুই ঐতিহাসিক এলাকার দরজা পর্যটকদের জন্য খুলে যাওয়ায় সিকিমে অ্যাডভেঞ্চার ও হেরিটেজ ট্যুরিজমের নতুন দিগন্ত খুলবে বলেই মনে করছেন পর্যটন মহল। এর ফলে সিকিমের পর্যটন শিল্পে আসবে উল্লেখযোগ্য পরিবর্তন!
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim News: ক্রিসমাসের আগেই পর্যটকদের জন্য বড়সড় সুখবর! চো-লা ও ডোক-লা খুলে সিকিমে শুরু ‘ব্যাটলফিল্ড ট্যুরিজম’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল