সাফারি পার্কে খুশির হাওয়া! 'শীলা'র ঘরে নতুন অতিথি, তাও আবার ৫ জন!
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Bengal Safari Park Siliguri: এই নিয়ে চতুর্থবার মা হলো শীলা। এর আগে ১১ টি শাবকের জন্ম দিয়েছে শীলা। যার মধ্যে দশটি শাবক সুস্থসবল রয়েছে।এবার বেঙ্গল সাফারি পার্কে বাঘের সংখ্যা লাফিয়ে বেড়ে হল ১৮ টি।
advertisement
1/5

শিলিগুড়ি : পর্যটকদের জন্য দারুন খবর । পয়লা বৈশাখের আগেই খুশির হওয়া সাফারি পার্কে । বেঙ্গল সাফারি পার্কে আগমণ হয়েছে নতুন রয়্যাল অতিথির। বন দফতর সূত্রে জানা গিয়েছে পাঁচটে রয়্যাল বেঙ্গল শাবকের জন্ম দিয়েছে শিলা ।
advertisement
2/5
এবার বেঙ্গল সাফারি পার্কে বাঘের সংখ্যা লাফিয়ে বেড়ে হল ১৮ টি। তবে এখনই এই বিষয়ে মুখ খুলতে চাননি বন দফতর থেকে সাফারি পার্কের আধিকারিকরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, শীলা ও বিভান দম্পতি বাবা এবং মা ওই শাবকদের।
advertisement
3/5
এই নিয়ে চতুর্থবার মা হলো শীলা। এর আগে ১১ টি শাবকের জন্ম দিয়েছে শীলা। যার মধ্যে দশটি শাবক সুস্থসবল রয়েছে। তাদের দিয়ে সাফারিও শুরু হয়েছে। তারা এখন পার্কের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।
advertisement
4/5
জানা গিয়েছে, গত বছরের শেষে ফের গর্ভবতী হয় শীলা। এরপর তার খেয়াল রাখতে শুরু করে পার্ক কর্তৃপক্ষ। এরই মাঝে এই নির্বাচনের আবহে মার্চ মাসের শেষে একসঙ্গে পাঁচ শাবকের জন্ম দেয় শীলা। বর্তমানে শীলা ও শাবকগুলো সুস্থই রয়েছে।
advertisement
5/5
তাদের চব্বিশ ঘন্টা নজরদারিতে রাখা হয়েছে। নাইট শেল্টার এবং আলাদা এনক্লোজারে তাদের দেখভাল করছে পার্ক কর্তৃপক্ষ। আগামী তিনমাস শাবক গুলোকে আড়ালে রাখা হবে।