TRENDING:

Depression Over Bay Of Bengal: বঙ্গোপসাগরে গুটিসুটি মেরে এগোচ্ছে নিম্নচাপ, ২৪ ঘণ্টা পেরোলেই হাওয়া বদল বাংলায়, হুড়মুড়িয়ে নামবে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় নাকাল জীবন

Last Updated:
Depression Over Bay Of Bengal কালীপুজোর আগে ফের উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিবারের পর থেকে জারি হতে পারে হলুদ সতর্কতা..!
advertisement
1/16
বঙ্গোপসাগরে গুটিসুটি মেরে এগোচ্ছে নিম্নচাপ, ২৪ ঘণ্টা পেরোলেই হাওয়া বদল বাংলায়
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে অতি শ্লথ গতিতে ৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে গত ৬ ঘণ্টায় নিম্নচাপটি এগোচ্ছে৷ এই মুহূর্তে আইএমডি-র শেষ হিসেব পর্যন্ত অতি শক্তিশালী নিম্নচাপ ওড়িশার পারাদ্বীপ থেকে ৬৯০ কিমি দক্ষিণ পূর্বে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ৭৪০ কিমি দক্ষিণ পূর্বে, বাংলাদেশের খেপুপাড়ার ৭১০ কিমি দক্ষিণ পূর্বে অবস্থান করছে৷
advertisement
2/16
নিম্নচাপ এলাকাটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর অবস্থিত। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ২২ অক্টোবর সকালের মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। Photo Courtesy- IMD/ X Account 
advertisement
3/16
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ধীরগতিতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয় এবং তা কেন্দ্রীভূত হয় ০৬০০ UTC-এ ২২ অক্টোবর ৫.৫° উঃ এবং দ্রাঘিমাংশ ৯১.০°পূঃ, প্রায় ৭০০ কিমি দক্ষিণ-পূর্বে এগোচ্ছে৷
advertisement
4/16
২৩ তারিখ সাইক্লোনে পরিণত হওয়ার পর এই ঝড় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এগোবে৷ ২৪ তারিখের মধ্যে অর্থাৎ ঠিক ২৪ ঘণ্টার ব্যবধানে এই সাইক্লোন সিভিয়ার সাইক্লোন অর্থাৎ অতি শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে৷
advertisement
5/16
সমুদ্রের উপর যত শ্লথ হবে সাইক্লোনের গতি ঠিক ততটাই শক্তিবৃদ্ধি হবে এই সাইক্লোনের৷ এদিকে ল্যান্ডফলের সময়ও সামনে চলে এসেছে আগেই, ২৪ তারিখ গভীর রাত থেকে ২৫ তারিখ ভোরের মধ্যে সাইক্লোনের ল্যান্ডফল শুরু হবে৷
advertisement
6/16
এখনও পর্যন্ত আইএমডি-র যা পূর্বাভাস তা অনুসারে ল্যান্ডফলের সময় হাওয়ার সর্বোচ্চ গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা হবে৷ আর গড় হাওয়ার গতি হবে ১০০ থেকে ১১০ কিমি প্রতি ঘণ্টা৷
advertisement
7/16
আইএমডি ওয়েদার আপডেট অনুসারে ওড়িশার উত্তর ও উত্তর পূর্বদিকের একাধিক জেলায় সাইক্লোনের দাপটে অতি ভারী বৃষ্টিপাত হবে৷ এর জেরে রেড অ্যালার্ট জারি হয়েছে৷
advertisement
8/16
রেড অ্যালার্ট জারি হয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণাতেও রেড অ্যালার্ট জারি হবে৷ এছাড়া ২৩ তারিখ থেকেই বিভিন্ন ধরণের হাওয়া বওয়া শুরু হবে৷
advertisement
9/16
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যে  হাওয়ার গতি  ২২ তারিখ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা হবে, গাস্টিং স্পিড ৬০ কিমি প্রতি ঘণ্টা রয়েছে, সেটা ২৩ তারিখ সকালে ৭০ থেকে ৯০ কিমি প্রতি ঘণ্টা হতে চলেছে, সেটার গাস্টিং স্পিড হবে ১০০ কিমি প্রতি ঘণ্টা রয়েছে৷
advertisement
10/16
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বায়ুর গতি হতে চলেছে ৭০ থেকে ৯০ কিমি প্রতি ঘণ্টা গতি৷ ঝড় যখন ঝাঁপিয়ে পড়বে সেটার গতি হবে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি হবে৷ Photo Courtesy- IMD/ X Account
advertisement
11/16
এই প্রবল দুর্যোগের প্রভাবে সমুদ্র হবে চরম উত্তাল৷ বিশালাকৃতি ঢেউ আছড়ে পড়বে তটভূমিতে৷ ২৩ তারিখ অতি বিশৃঙ্খল সমুদ্র স্রোত আরও ভয়াবহ আকার নেবে ২৪ তারিখ ও ২৫ তারিখে৷  ফলে সমুদ্রে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে৷ Photo Courtesy- IMD/ X Account
advertisement
12/16
ইতিমধ্যেই দক্ষিণে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, জারি করা হয়েছে সতর্কতা নিম্নচাপের জেরে ফের বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, রেহাই পাবে না উত্তরবঙ্গও। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
13/16
মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবারের পর থেকে বজ্রবিদ্যুৎসহ  ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের সব জেলাতেই। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকাগুলিতে।
advertisement
14/16
কালীপুজোর আগে ফের উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার এবং বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই তবে এই বৃহস্পতিবারের পর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
advertisement
15/16
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে । উত্তরে ইতিমধ্যেই পারদ নামতে শুরু করলেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বৃহস্পতিবারের পর থেকে উত্তরের জেলাগুলিতে জারি হতে পারে হলুদ সতর্কতা।
advertisement
16/16
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী সাতদিন উত্তরের সবকটি জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি বাড়ি বৃষ্টিতে ভাসতে পারে উত্তরের পার্বত্য এলাকাগুলো। বৃষ্টির শেষে পার্বত্য এলাকায় নামবে পারদ, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Depression Over Bay Of Bengal: বঙ্গোপসাগরে গুটিসুটি মেরে এগোচ্ছে নিম্নচাপ, ২৪ ঘণ্টা পেরোলেই হাওয়া বদল বাংলায়, হুড়মুড়িয়ে নামবে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় নাকাল জীবন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল