TRENDING:

পাটকাপাড়ার রাস্তায় স্কুল ভ্যানে দেখা গেল আগুন! গাড়ি চালকের বুদ্ধিতে প্রাণরক্ষা পড়ুয়াদের!

Last Updated:
গাড়ি চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল একাধিক পড়ুয়ার প্রাণ।আলিপুরদুয়ারের পাটকাপাড়া এলাকায় একটি বেসরকারি স্কুল ভ্যানে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এদিন স্কুল ভ্যানটি পড়ুয়াদের নিয়ে ফিরছিল স্কুল থেকে।
advertisement
1/5
পাটকাপাড়ার রাস্তায় স্কুল ভ্যানে দেখা গেল আগুন! গাড়ি চালকের বুদ্ধিতে প্রাণরক্ষা পড়ুয়াদের!
আলিপুরদুয়ার, অনন্যা দে: গাড়ি চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল একাধিক পড়ুয়ার প্রাণ।আলিপুরদুয়ারের পাটকাপাড়া এলাকায় একটি বেসরকারি স্কুল ভ্যানে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এদিন স্কুল ভ্যানটি পড়ুয়াদের নিয়ে ফিরছিল স্কুল থেকে।
advertisement
2/5
জঙ্গলের রাস্তায় আচমকা গাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন গাড়ির চালক। গাড়ি থামিয়ে পড়ুয়াদের নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যান তিনি।এরপর তার চোখের সামনে দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি।এই দেখে কান্না জুড়ে দেয় ছোট পড়ুয়ারা।
advertisement
3/5
রাস্তা দিয়ে চলাচলকারী অন্যান্য গাড়ির চালকরা বিষয়টি দেখে গাড়ি থামিয়ে দেন।এরপর খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। গাড়িটি থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছিলেন সকলে।
advertisement
4/5
ঘটনাস্থলে পুলিশ চলে আসে। দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ চটজলদি শুরু করেন। প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ঘটনার খবর পেয়ে পড়ুয়াদের অভিভাবকরা চলে আসেন।
advertisement
5/5
দমকল কর্মীদের মতে, গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটির জন্য আগুন লেগে থাকতে পারে।তবে গাড়ির চালককে সকলেই ধন্যবাদ জানিয়েছেন। তার বুদ্ধির জেরেই ছোট পড়ুয়াদের প্রাণ রক্ষা পেয়েছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
পাটকাপাড়ার রাস্তায় স্কুল ভ্যানে দেখা গেল আগুন! গাড়ি চালকের বুদ্ধিতে প্রাণরক্ষা পড়ুয়াদের!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল