TRENDING:

Saumitra Khan: প্রথম স্ত্রী-কে ভোটে হারিয়ে দ্বিতীয় শ্বশুড়বাড়িতে সৌমিত্র খাঁ, মেন্যুতে ছিল দারুণ চমক

Last Updated:
Saumitra Khan: সকালে শিব মন্দিরে অবস্থিত তার বর্তমান স্ত্রী পারমিতা রায় চৌধুরীর বাপের বাড়িতে হাতে দই মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির জামাই সৌমিত্র খাঁ।
advertisement
1/5
প্রথম স্ত্রীকে ভোটে হারিয়ে দ্বিতীয় শ্বশুড়বাড়িতে সৌমিত্র খাঁ,মেন্যুতে দারুণ চমক
ভোটে জিতে শিলিগুড়িতে ‘জামাইষষ্ঠী’ করতে এলেন সুজাতার প্রাক্তন বর। সদ্য ভোটে জিতেছেন। প্রাক্তনকে হারিয়ে হাসি মেজাজেই উত্তরবঙ্গে চলে এলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
advertisement
2/5
সকালে শিব মন্দিরে অবস্থিত তার বর্তমান স্ত্রী পারমিতা রায় চৌধুরীর বাপের বাড়িতে হাতে দই মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির জামাই সৌমিত্র। সাংসদ জামাইকে কাছে পেয়ে খুশি শ্বশুর-শাশুড়ি। জামাইয়ের জন্য তৈরি করা হয়েছে স্পেশাল মেন্যু।
advertisement
3/5
তিনি আসবেন বলে সকাল থেকেই আয়োজনে ত্রুটি রাখেননি রায়চৌধুরী পরিবার ।সৌমিত্র খাঁ এর স্ত্রী পারমিতা রায় চৌধুরী বলেন, ' উনি মাংস, আর চিংড়ি ভাপা খেতে বেশী পছন্দ করেন তাই সেগুলি আজকের মেনুতে রয়েছে।'
advertisement
4/5
তবে মেনুতে আর যা যা ছিল সেগুলি হল শাক, পটল ভাজা ,বেগুন ভাজা ,মোচার ঘন্ট, কাঁচা কলার চোকলা বাটা, ইলিশ মাছের ঝোল, চিংড়ি মাছ ভাঁপা, মাংস, চাটনি ,দই, মিষ্টি।
advertisement
5/5
সব মিলিয়ে একেবারে জমজমাট রান্না করছেন শ্বাশুড়ি বলেন সাংসদ সৌমিত্র বাবু। তিনি বলেন , গত বছর আসা হয়নি। আর মধ্যে ভোট নিয়ে ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি। তবে এবার সময় পেয়েছি। তাই চলে এলাম।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Saumitra Khan: প্রথম স্ত্রী-কে ভোটে হারিয়ে দ্বিতীয় শ্বশুড়বাড়িতে সৌমিত্র খাঁ, মেন্যুতে ছিল দারুণ চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল