TRENDING:

Sandakphu: ইচ্ছে হলেই আর সান্দাকফু যেতে পারবেন না, নিয়মে বড়সড় বদল! কীভাবে মিলবে ছাড়পত্র? জানুন

Last Updated:
Sandakphu: চলতি বছরেই অধিক উচ্চতায় প্রচন্ড ঠান্ডায় শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যু হয়েছে একেরও বেশি পর্যটকের এই ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। ডিসেম্বর মাস থেকেই সান্দাকফুফ ভ্রমণে জারি হবে এই নতুন গাইড লাইন।
advertisement
1/8
ইচ্ছে হলেই আর সান্দাকফু যেতে পারবেন না, নিয়মে বড়সড় বদল! কীভাবে মিলবে ছাড়পত্র?
*পাহাড়প্রেমি সকলেরই স্বপ্ন থাকে হেরিটেজ ল্যান্ড রোভারের চেপে বা পায়ে হেঁটে চারিদিকে সিঙ্গলিলা জাতীয় উদ্যানের মাঝ বরাবর রাস্তা দিয়ে দু-চোখ ভরে রডোডেনড্রন গাছের মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু ভ্রমণ। এতদিন পর্যন্ত শুধু পারমিট করেই নিজের স্বপ্নের গন্তব্যে ছুটে চলতো সকলে। তবে এবার সান্দাকফু ভ্রমণে বড়সড় পরিবর্তন করল স্থানীয় প্রশাসন। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি।
advertisement
2/8
*বর্তমানে শুধু যুবক-যুবতীরাই নয় বয়স্ক মানুষেরাও সান্দাকফুর এই অপরূপ সৌন্দর্য দেখতে ছুটে আসছে পাহাড়ে সেই অর্থেই সকল পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে নতুন গাইডলাইন জারি স্থানীয় প্রশাসনের। ফাইল ছবি।
advertisement
3/8
*চলতি বছরে আপনিও যদি সান্দাকফু ভ্রমণের কথা ভাবেন তবে অবশ্যই এই নিয়মটি আপনাকে পালন করতে হবে। ১১,৯৫০ ফুট উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, জানা যায় বহু পর্যটকের ট্র্যাকিংয়ের হাতে খড়ি শুরু হয় এই পাহাড়ি পথ থেকেই সেই অর্থেই এতদিন পর্যন্ত কোনও নিয়মকানুন না থাকলেও বর্তমানে জিটিএর পক্ষ থেকে সান্দাকফু ভ্রমণে জারি হল নতুন গাইড লাইন। ফাইল ছবি।
advertisement
4/8
*চলতি বছরেই অধিক উচ্চতায় প্রচন্ড ঠান্ডায় শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যু হয়েছে একেরও বেশি পর্যটকের এই ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। জানা গিয়েছে ডিসেম্বর মাস থেকেই সান্দাকফুফ ভ্রমণে জারি হবে এই নতুন গাইড লাইন। ফাইল ছবি।
advertisement
5/8
*এ প্রসঙ্গে জিটিএ চিফ অ্যাডভাইজার এসপি শর্মা বলেন এবার থেকে সান্দাকফু ভ্রমণের আগে মানেভাঞ্জানে থাকবে বিশেষ হেলথ চেকআপ ক্যাম্প এবং সেখানে পর্যটকদের একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে সেটিকে পূরণ করে জমা করে তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের তরফে ফিট সার্টিফিকেট দিলেই পর্যটকেরা সান্দাকফুর উদ্দেশ্যে যেতে পারবে। ফাইল ছবি।
advertisement
6/8
*শুধু তাই নয় পর্যটকদের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবা। পর্যটকদের দ্রুত পরিষেবা এবং নিরাপত্তা দিতেই তাদের সুবিধার্থে এই উদ্যোগ গ্রহণ করেছে জিটিএ। ফাইল ছবি।
advertisement
7/8
*বর্তমানে পাহাড়প্রেমিদের মধ্যে বেশিরভাগই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের বেশি আগ্রহী। ইতিমধ্যেই দার্জিলিংকে ভারতের হাইকিংয়ের রাজধানী বলে ঘোষণা করা হয়েছে। নভেম্বরেই পর্যটকদের ভিড়ে জমজমাট দার্জিলিং ডিসেম্বরে ভিড় আরও বাড়বে। ফাইল ছবি।
advertisement
8/8
*অন্যদিকে, চলতি বছরেই সান্দাকফু ভ্রমণে এসে মৃত্যু হয়েছে দুই পর্যটকের এরপরেই সান্দাকফু ভ্রমণে নতুন বিধি নিষেধ আনল জিটিএ। সেই অর্থেই কোনও রকমের দুর্ঘটনা এড়াতে এবার থেকে সান্দাকফু ভ্রমণে গেলে পর্যটকদের মানতে হবে এই নিয়ম। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sandakphu: ইচ্ছে হলেই আর সান্দাকফু যেতে পারবেন না, নিয়মে বড়সড় বদল! কীভাবে মিলবে ছাড়পত্র? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল